এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ জুলাই : হরিয়ানা জুড়ে রোহিঙ্গা ও বাংলাদেশিদের ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে পুলিশ । পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিকদের দল পশ্চিমবঙ্গে পালিয়ে আসছে । এদিকে আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে । ভিডিওতে মহিলা,পুরুষ ও শিশু মিলে বেশ কিছু লোকজনদের একটা বাসে তুলতে দেখা যাচ্ছে । শুভেন্দু অধিকারী জানান,এটা আজ সকালের ছবি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের দেশে পুশব্যাক করা হচ্ছে । এজন্য তিনি হরিয়ানা পুলিশকে ‘বীর দেশপ্রেমী’ আখ্যা দিয়ে ‘জাতীয়তাবাদী অভিনন্দন’ জানিয়েছেন৷ পাশাপাশি বাংলার মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন যে বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যে একইভাবে অভিযান চালানো হবে ।
শুভেন্দু অধিকারী লিখেছেন,’জাতীয়তাবাদী অভিনন্দন জানাই বীর দেশপ্রেমী হরিয়ানা পুলিশ কে, হরিয়ানায় অবৈধ ভাবে বসবাসকারী অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিমদের ঝাঁকে ঝাঁকে, দলে দলে, ধরে নিয়ে এসে পশ্চিমবঙ্গের সীমানা দিয়েই বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশ ব্যাক) জন্যে।আজ হরিয়ানায় যে জঞ্জাল সাফাই এর কাজ চলছে, পশ্চিমবঙ্গের জনগণ কে আশ্বস্ত করছি, আপনারা ভারতীয় জনতা পার্টি কে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসুন, আমরা জোর কদমে এই কাজ করে পশ্চিমবঙ্গের উন্নয়নের সুফল শুধুমাত্র ভারতীয় বাঙালিরাই যেন পান সেই ব্যবস্থা করবো।’
একই ভিডিও শেয়ার করে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি লিখেছেন,’হরিয়ানা রাজ্যে অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারী বসতি থেকে হরিয়ানা পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের কলকাতা শহর থেকে বিএসএফ মারফত বাংলাদেশ ফেরত পাঠানোর সাফাই প্রক্রিয়া চালালো।’।