এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১১ এপ্রিল : পয়লা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’র জন্য মুখিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ । কিন্তু এবারে এক মৌলবাদী আইনজীবী একটি ফতোয়ায় ‘মঙ্গল শোভাযাত্রা’কে ‘ধর্মানুভূতিতে আঘাত’ হিসাবে চিহ্নিত করে শোভাযাত্রা না করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছে । গত রবিবার এই মর্মে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন মোহম্মদ মাহমুদুল হাসান নামে সুপ্রিম কোর্টের ওই আইনজীবী । এদিকে আসন্ন পয়লা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উৎসবে মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা ।
ওই নোটিশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ভাষাবিজ্ঞানী ডঃ শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী রাকীব হাসান, কথাশিল্পী নাহার মনিকা, সাংবাদিক সুমন রহমান, শহিদুল হক মিন্টু, মাহবুব ওসমানী, সুব্রত নন্দী ও জর্জ রয়-এর মত বুদ্ধিজীবীরা । তাঁরা এক যৌথ বিবৃতিতে পয়লা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধ করার জন্য আইনি নোটিশকে “পাকিস্তানি প্রেত্মাতার ছায়া প্রতিফলন” বলে ব্যাখ্যা করেছেন । পাশাপাশি আগামী ১৬ এপ্রিল টরন্টোর ডেনফোর্থে বাংলাভাষী অধ্যুষিত এলাকায় ‘মঙ্গল শোভাযাত্রা’ও আয়োজন করা হয়েছে ।
উল্লেখ্য,শেখ হাসিনা সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার জেলা প্রশাসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনের কাছে পয়লা বৈশাখে ‘মঙ্গল শোভাযাত্রা’ বন্ধে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী মোহম্মদ মাহমুদুল হাসান । নোটিশে বলা হয়েছে, ‘পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার বছর ধরে, বিভিন্ন ধর্মের বাঙালি জনগণ একে অপরের ধর্মকে সম্মান করে এই পহেলা বৈশাখ উদযাপন করে আসছে। কিন্তু দুঃখের বিষয়, ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে একটি কৃত্রিম কার্যকলাপ এই সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মূলত, মঙ্গল শোভাযাত্রার সঙ্গে পহেলা বৈশাখের কোনো সম্পর্ক নেই ।’
নোটিশে আরও বলা হয়েছে,’মঙ্গল শব্দটি ধর্মীয় শব্দ। সকল ধর্মের মানুষ তার সৃষ্টি কর্তার কাছে মঙ্গল প্রার্থনা করে থাকেন। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ধরনের দৈত্য আকৃতির পাখি, মাছ ও বিভিন্ন প্রাণির ভাষ্কর্য প্রদর্শনের মাধ্যমে মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। এটি বাংলাদেশ সংবিধানের ২ (ক) অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। শুধু তাই না, ধর্মীয় বিশ্বাসে আঘাতের পাশাপাশি ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে, যা দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।’ নোটিশ পাওয়ার পর অবিলম্বে মঙ্গল শোভাযাত্রা বন্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এই বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে নোটিশে হুমকি দেওয়া হয়েছে ।।