এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ নভেম্বর : পলাতক বৃদ্ধ যুবলীগ নেতাকে ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই । আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ৭ পর তার মৃত্যু হয়েছে । বাংলাদেশের নাটোরের ঘটনা । মৃতের নাম সাইদুর রহমান বাবু । বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার । নিহত সাইদুর রহমান সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দরাপপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে,গত ৫ আগস্ট প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে আসার পরেই সপরিবারে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের যুবলীগ নেতা সাইদুর রহমান বাবু । গত অক্টোবরের শেষ সপ্তাহে গোপনে নিজ এলাকায় এসে একটি জীর্ণ ও নির্জন বাড়িতে থাকছিলেন । তার উপস্থিতির কথা জানতে পেরে জামাত ইসলামি আর বিএনপির জঙ্গিরা তাকে ধরার জন্য তক্কে তক্কে ছিল । গত ২৯ অক্টোবর সকালে সাইদুরকে ধরতে তার বাড়ি ঘিরে ফেলে জঙ্গিরা। যদিও তাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যান ওই বৃদ্ধ । কিন্তু পরের দিন দুপুরে কয়েকজন জঙ্গি যুবক সাইদুরকে নাটোর শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে তুলে দরাপপুর বাজারে নিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে গনধোলাই দেয় । পরে গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেয় । কিন্তু বুধবার রাতে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, আত্মগোপনে থাকা সাইদুরের দাদা স্থানীয় কৃষক লীগ নেতা শহিদুল ইসলাম নান্নু দাবি করেন, তার ছোট ভাইকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছেন।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইদুর রহমান বিগত সরকারের সময় বিএনপির অসংখ্য নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তার বিরুদ্ধে অনেককে নির্যাতন করে অর্থ আদায়ের অভিযোগও আছে। ফলে সাইদুরের ওপর স্থানীয়দের ক্ষোভ তৈরি হয়েছিল। এই হত্যাকাণ্ডের প্রসঙ্গে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।।