এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,০৮ আগস্ট : দীর্ঘ দু’বছর বিরতির পর ফের রূপালি পর্দায় ফিরছেন দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত । তাঁর অভিনীত নতুন ছবি ‘জেলর’-এর মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা । নেলসন দিলীপকুমার পরিচালিত, ছবিটি আগামী ১০ আগস্ট একাধিক ভাষায় মুক্তি পাবে । রজনীকান্তের এই ছবি মুক্তির দিনে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে কর্মীদের ছুটি ঘোষণাও করা হয়েছে !’ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। সেই নোটিশে বলা হয়েছে, সুপারস্টার রজনীকান্তের ‘জেলর’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমরা আমাদের সাবেক কর্মীদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করছি।
ছবিতে রজনীকান্ত ছাড়াও মালায়ালম সুপারস্টার মোহনলালের সাথে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা শিবরাজকুমার এবং এটি তার প্রথম তামিল চলচ্চিত্র । রয়েছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ । ছবিটি কর্ণাটকেও অনেক প্রত্যাশা তৈরি করেছে ।ছবিটি একক স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সহ একাধিক ভাষায় প্রায় ৩০০ টি স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ৷ সর্বাধিক সংখ্যক থিয়েটারে মুক্তি পাচ্ছে ছবিটি এবং কর্ণাটক জুড়ে একক থিয়েটারে ৫ থেকে ৬টি শো করার পরিকল্পনা করা হয়েছে। প্রযোজক জয়না জানিয়েছেন যে সকাল 6 টায় সিনেমা প্রদর্শন শুরু হবে । ২০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি ।।