দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ ফেব্রুয়ারী : কন্যাশ্রীদের কবাডি প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কবাডি প্রতিযোগিতায় ভাতার এলাকায় ৮ স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা অংশগ্রহন করে । ভাতার থানার হাড়গ্রাম উমাসুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত নক আউট পর্বের এই টুর্নামেন্টের ফাইনালে ওঠে ভাতাড় গার্লস হাই স্কুল ও উমাসুন্দরী উচ্চ বিদ্যালয় । চ্যাম্পিয়ন হয় উমাসুন্দরী স্কুল । প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ।
মাঠে উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, সভাপতি ইনচার্জ সুমন্ত বন্দ্যোপাধ্যায়, ভাতার থানার ওসি অরুণ কুমার সোম, কন্যাশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী উজ্জ্বল সামন্ত সগ অনান্যরা । প্রচুর দর্শক মাঠে উপস্থিত হয়েছিল এদিনের মেয়েদের কবাডি প্রতিযোগিতা দেখার জন্য ।।