এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ মার্চ : বিজেপিতে যোগ দিয়েই নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক অমর রাম । বৃহস্পতিবার সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হারানোর লক্ষ্যেই তিনি বিজেপিতে যোগদান করেছেন । বুধবার কলকাতায় বিজেপির সদর দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন । তাঁর সঙ্গে যোগ দেন অমরবাবুর দুই অনুগামী কাটোয়া পুরসভার দুই বিদায়ী কাউন্সিলার শ্যামল ঠাকুর ও ভাস্কর মণ্ডল । এদিন কাটোয়ায় ফিরে এসেই সাংবাদিকদের সামনে নিজের লক্ষ্য কি তা স্পষ্ট করে দেন অমর রাম ।
কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, ‘যার বিরুদ্ধে লড়াই করে তৃণমূল ক্ষমতায় এসেছিল । সর্বোপরি যার নেতৃত্বে ২০১৫ পুরভোটের দিন আমাদের এক কর্মী ইন্দ্রজিৎ সিং খুন হয়েছিল । তাকেই তৃণমূল দলে ঢুকিয়ে নিল । এখনও একটার পর একটা অন্যায় করে গেলেও তার কোনও প্রতিকার হচ্ছে না । তাই অনেক ভাবনাচিন্তা করেই আমি বিজেপিতে যোগ দিয়েছি ।’ এরপর তিনি বলেন, ‘কাটোয়ার বুকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হারানোর জন্যই আমি বিজেপিতে এসেছি ।’
এদিন অমর রাম সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, ‘আমি ২০২০ সালের ২০ আগষ্ট যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যাই সেদিনই তিনি আমায় বলেছিলেন,আপনি বিজেপি করবেন ?তাহলে আসুন একসঙ্গে বিজেপি করি ।’ কিন্তু তখন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসলে আমায় জেলে ভরে দিত । তাই সময়ের অপেক্ষা করছিলাম।’ এখনও তাঁর উপর হামলা হতে পারে বলে সাংবাদিকদের সামনে আশঙ্কা প্রকাশ করেন অমর রাম ।
এদিন বিকেলে কাটোয়ায় ফেরার পর অমর রাম,শ্যামল ঠাকুর ও ভাস্কর মণ্ডলরা তাঁদের
অনুগামীদের নিয়ে দমকল অফিসের সামনে থেকে মিছিল করে কাটোয়া কাছারি রোডে বিজেপির জেলা কার্যালয়ে আসেন অমর রাম । সেখানে তাঁদের বরণ করে নেন পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ সহ অনান্য বিজেপি নেতারা । নবাগতদের মিষ্টিমুখ করার বিজেপি নেতারা । এরপরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । এদিন অমর রামের সঙ্গে ৭১ জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন কৃষ্ণ ঘোষ ।।