এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : বিজেপিতে যোগদানের পর কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা পেলেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায় । তাঁর নিরাপত্তায় চারজন আধাসামরিক বাহিনীর জওয়ান সহ ৫ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে । শুক্রবার গুসকরায় তার বাসভবনে ওই দলটি পাঠানো হয় ।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে উঠেছিল গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা প্রতিষ্ঠিত ব্যাবসায়ী নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে । এই কারনে গতবছর সেপ্টেম্বর মাসে তাঁকে গ্রেফতার করা হয় । পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় তাঁর লাইসেন্স প্রাপ্ত একটি পিস্তল ও একটি দোনলা বন্দুক । যদিও কিছুদিন পরেই জামিন পান নিত্যানন্দবাবু । তারপর গত ডিসেম্বর মাসে মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দেন । এদিন থেকে তাঁর জন্য বরাদ্দ করা হয় কেন্দ্রীয় নিরাপত্তা ।
তবে তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে কিনা এই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি নিত্যানন্দ চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে কেন আমাকে নিরাপত্তা দেওয়া হল তা আমার জানা নেই । এজন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ ।’
পাশাপাশি পুরনো দল সম্পর্কে নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি ওই দলে ছিলাম। গুসকরায় দলের সংগঠনকে মজবুত করেছিলাম । তার প্রতিদান পেয়ে গেছি । তৃণমূলের এক নেতা আমার ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে । টাকা ফেরত চেয়েছি বলে আমাকে ১৩ দিন জেল খাটিয়েছে। এখন আমার একটাই লক্ষ্য, তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা।’।