এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০১ এপ্রিল : আফগানিস্তানের নিমরুজ প্রদেশের বাসিন্দা একজন প্রাক্তন সৈনিককে নির্মমভাবে কুপিয়ে খুন করেছে তালিবান জঙ্গিরা । জানা গেছে,নিমরুজ প্রদেশের চরবুরজক জেলার সীমানায় রবিবার ঘটনা ঘটেছে । হতভাগ্য প্রাক্তন সৈনিকের নাম আব্দুলকুদুস । তালিবানরা তাকে বিদ্রোহী সন্দেহে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা । কয়েকজন জঙ্গি আচমকা তার উপর চড়াও হয়ে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।
জানা গেছে,প্রাক্তন সরকারের আমলে কামাল খান বাঁধ সুরক্ষা ইউনিটের একজন নিবেদিতপ্রাণ সদস্য ছিলেন আব্দুলকুদুস । পূর্ববর্তী সরকারের পতনের পর একজন কৃষক হিসাবে জীবনযাপন করছিলেন তিনি । তালিবান বিরোধী কোন উপদলের সাথে কোন সম্পর্ক ছিল না তার । যেকারণে এই জঘন্য হত্যাকাণ্ডের পিছনে তালিবানের উদ্দেশ্যগুলিকে আরও বিভ্রান্তিকর করে তুলেছে। অন্যদিকে এখন পর্যন্ত, নিমরুজের তালিবান কর্মকর্তারা এই ঘটনার বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ।
প্রসঙ্গত,তালিবান ফিরে আসার পর বহু প্রাক্তন আফগান সেনা দেশ ছেড়ে পালিয়েছে । যারা পালাতে পারেনি তারা একের পর এক সন্ত্রাসী তালিবানের হাতে শিকার হচ্ছে । গত সপ্তাহে অনুরূপ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল । আফগানিস্তানের লোগার প্রদেশের মোহাম্মদ আগা জেলার একজন প্রাক্তন সামরিক কর্মকর্তাকে একই ভাবে নির্মমভাবে কুপিয়ে খুন করেছিল তালিবানরা ।।