জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর,১০ ফেব্রুয়ারী : তৃণমূল কংগ্রেসের গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের নামের তালিকা প্রকাশিত হতেই প্রার্থীরা জোর কদমে নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন । এবারে পুরসভার সবকটি আসনে এবারে দলীয় প্রার্থীরা জয়লাভ করবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্ব । উল্লেখ্য,আগামী ২৭শে ফেব্রুয়ারী রাজ্যের ১০৮টি পৌরনির্বাচনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার ২টি পৌরসভা বালুরঘাট ও গঙ্গারামপুর পৌরসভায় নির্বাচন রয়েছে ।
প্রসঙ্গত,১৯৯৩ সালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পঞ্চায়েতের কয়েকটি মৌজা নিয়ে তৈরি হয়েছিল গঙ্গারামপুর পুরসভা । এরপর দীর্ঘ ২১ বছর ধরে পুরসভায় ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার । তখন থেকেই পুর এলাকার অনুন্নয়ন নিয়ে সরব হয়েছিল বাম বিরোধী দলগুলি । অভিযোগ, দীর্ঘ দু’দশকের অধিক সময় ধরে বামফ্রন্ট খালি উন্নত পরিষেবা ও স্বাচ্ছন্দ্য দেওয়ার আশ্বাসই দিয়ে গিয়েছিল । তবে তার কোনওটারই বাস্তবায়ন হয়নি ।
এরপর ২০১৫ সালের পুর নির্বাচনে বামেদের হারিয়ে পুরসভার দখল নেয় তৃণমূল । তারপরেই দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভা এলাকাকে ঢেলে সাজানো হয়েছে বলে দাবি বর্তমান ক্ষমতাসীন দলের । তৃণমূলের দাবি,পুরসভার ১৮ টি ওয়ার্ডেই তৈরি হয়েছে পাকা রাস্তাঘাট । গড়ে তোলা হয়েছে জলনিকাশি ব্যবস্থা । পুর এলাকা জুড়ে করা হয়েছে সৌন্দর্যায়নের কাজ । এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি, পাকা রাস্তাঘাট,ভেপার আলো, রাস্তায় রাস্তায় হাই মাস্ট আলো,গোয়ালখাঁড়ি শশ্মানে বৈদ্যুতিক চুল্লি, আধুনিক স্টেডিয়াম, বিশ্ববাংলা প্রতীকী তোরণ ফোয়ারা,খেয়াঘাটের জন্য বাঁধানো সিঁড়ি তৈরিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিরন্তর চলে যাচ্ছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা পৌর প্রশাসক প্রশান্ত মিত্র ।
সেই সঙ্গে তিনি জানান,তৃণমূল ক্ষমতায় আসার পর গঙ্গারামপুরবাসীদের মুখে হাসি ফুটেছে । উন্নত ও আধুনিক বিভিন্ন পরিষেবা পাচ্ছেন মানুষ। পর্যটকদের আকর্ষণ করার লক্ষ্যে গঙ্গারামপুরের কালদিঘি পার্কেরও সৌন্দর্যায়ন করা হয়েছে। কালদিঘির পাড়ে সাড়ে তিন কিলোমিটার রাস্তায় টয়ট্রেনের মত ট্রেনও চলছে। এই পার্কে থাকা টুরিস্ট লজটিরও সংস্কার করেছে পুরসভা। এছাড়াও ঐতিহাসিক বানগড়কেও নতুন করে সাজানো হচ্ছে। স্বল্প খরচে বাসষ্ট্যান্ডে রাত্রিযাপনের জন্য পুরসভার তরফে অতিথি আবাস চালু করা হয়েছে। পুরসভার ৮ নং ওয়ার্ডের ইন্দ্রনারায়নপুর মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হয়েছে। সব মিলিয়ে নতুন চেহারায় ধরা দিয়েছে গঙ্গারামপুর পুরসভা এলাকা । হয়েছে আধুনিক ও ঝাঁ-চকচকে । আর এই উন্নয়নই এবারের পুর নির্বাচনে তাঁর ও তাঁর দলকে বিপুল ভোটে জয় এনে দেবে বলে আশাবাদী প্রশান্তবাবু । এখন তাঁর এই দাবি কতটা ফলপ্রসূ হয় তা জানা যাবে নির্বাচনের ফল প্রকাশের পরেই ।
উল্লেখ্য, এবারের পৌরসভা নির্বাচনের গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছে প্রাক্তন চেয়ারম্যান তথা পৌর প্রশাসক প্রশান্ত মিত্র । ইতিমধ্যেই তিনি নির্বাচনী প্রচার পর্ব শুরু করে দিয়েছেন । দলীয় কর্মীরা প্রশান্তবাবুর ভূয়সী প্রশংসা করেছেন । তাঁদের কথায়, গঙ্গারামপুর পৌরসভার যে কোনও উন্নয়মূলক কাজে অগ্রনী ভূমিকা নিতে দেখা যায় প্রশান্ত মিত্রকে । দলমত নির্বিশেষে তিনি মানুষের সাহায্যার্থে তাঁদের পাশে এসে দাঁড়ান । যে কেউ তাঁর কাছে এলে তিনি তাদের খালি হাতে ফেরান না । সেই কারণে নিপাট ভালো মানুষ বলে পরিচিত প্রশান্ত মিত্রকে পুনরায় গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন গঙ্গারামপুরের তৃণমূল কর্মী ও সমর্থকরা ।।