এইদিন ওয়েবডেস্ক, মালবাজার(উত্তরবঙ্গ),৩০ মার্চ : একদল কুকুরের তাড়া খেয়ে জঙ্গল থেকে বেড়িয়ে লোকালয়ে চলে এসেছিল একটি দলছুট হরিণ । প্রাণ বাঁচাতে হরিণটি একটি দোকানে আশ্রয় নিয়েছিল । স্থানীয় লোকজন তাকে আটকে রেখে বনদপ্তরে খবর দেয় । তারপর বনদপ্তরের কর্মীরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় । ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ছাড়টুন্ডু বস্তিতে । জানা গেছে,হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতি । উদ্ধারের পর চিকিৎসার জন্য হরিনটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এই বিষয়ে খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, ” হরিণটির শরীরে সামান্য চোট রয়েছে । তাই চিকিৎসার জন্য হরিণটিকে লাটাগুড়ি প্রকৃতিবিক্ষন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । চিকিৎসার পরে কিছুটা সুস্থ হলে হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।।