এইদিন ওয়েবডেস্ক,লুব্লজানা,১৪ নভেম্বর : প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হল স্লোভেনিয়ায় । স্লোভেনিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে যে প্রাক্তন টিভি উপস্থাপক নাতাসা পিরেক মুসার (৫৪) ভোটের ফলাফলে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে রয়েছেন । তিনি ৫৩.৮৬ শতাংশ ভোট পেয়েছেন । মুসারের প্রতিদ্বন্দ্বী ডানপন্থী রাজনীতিবিদ আন্দজে লোগার ভোট পেয়েছেন ৪৬.১৪ শতাংশ । স্লোভেনিয়ার এই নির্বাচনে অংশগ্রহণের হার ছিল ৪৯.৯ শতাংশ ।
পিরেক মুসার সাংবাদিকদের বলেছেন,’আমি সবার জন্য একজন প্রকৃত রাষ্ট্রপতি হতে এবং মানব ও গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার এবং গণতন্ত্রের জন্য কাজ করার জন্য যথাসাধ্য চেষ্টা করব ।’এর আগে এই ইউরোপীয় দেশের রাষ্ট্রপতি ছিলেন পুরোত পাহোর । তিনি ৫ বছরের মেয়াদে পরপর দু’বার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ।।