দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ মে : বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল কাটোয়ার কৈথন গ্রামের অগ্নিদগ্ধ বধূ রেশমি বিবির(২৫) । শনিবার সকালে কৈথন গ্রামে শ্বশুরবাড়ি থেকে বধূর আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেছিল । পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শনিবার গভীর রাতে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বধূর মৃত্যু হয় ।
তবে তার আগে পুলিশের কাছে মৃত্যুকালীন জবানবন্দি দিয়ে যান ওই বধূ । বধূর বয়ান এবং মৃতার বাবা শেখ সাদেকের খুনের অভিযোগে এফআইআর রজুর ভিত্তিতে শনিবারই মৃতার স্বামী খেলন শেখ, শ্বশুর মনোয়ার শেখ এবং শাশুড়ি বেলি বিবিকে গ্রেফতার করে পুলিশ । রবিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । তার মধ্যে মূল অভিযুক্ত মৃতার স্বামী খেলনকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ।।