এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,২৯ মে : ফের বৃষ্টি বিঘ্নিত আইপিএলের ফাইনাল ম্যাচ । রবিবার আইপিএল-২০২৩ এর ফাইনালে গুজরাট ও চেন্নাই মুখোমুখি হয়েছিল । তবে বৃষ্টির কারণে আজ সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আজও বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় আইপিএল ম্যাচে । গুজরাটের ব্যাটিং শেষ হতে না হতেই চেন্নাইয়ের ব্যাটিং শুরু হয় । বর্তমানে বৃষ্টির কারণে আইপিএলের ম্যাচ বন্ধ হয়ে গেছে । আদপেই আর ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে । তবে রাত্রি ১১ টা ৩০ মিনিটে পিচ পরিদর্শন করা হবে বলে জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ ।
এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে গুজরাট। ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহ ভালো শুরু করেন । তারা ৭ ওভারে ৬৭ রান যোগ করেন । সিজনে সর্বাধিক রান করা ওপেনার গিল ২০ বলে ৩৭ রান করে ফিরে যান। সাতটি চার মারেন তিনি । অন্য ওপেনার ঋদ্ধিমান ৩৯ বলে খেলেন ৫৪ রানের ইনিংস। পাঁচটি চারের সঙ্গে একটি ছক্কা আসে তার ব্যাট থেকে । তিনে নামা বাঁ-হাতি ব্যাটসম্যান সাই সুদর্শন দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রানের ইনিংস খেলেন । তরুণ এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে আটটি চার ও ছয়টি ছক্কা । চারে নামা অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ১২ বলের মুখোমুখি হয়ে ২১ রান যোগ করেন । শেষ পর্যন্ত গুজরাট ৪ উইকেটে ২১৪ রানের লক্ষ্য রাখে এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের সামনে ।
ম্যাচে চেন্নাইয়ের কোন বোলারই সুবিধা করতে পারেননি। দিপক চাহার ও রবিন্দ্র জাদেজা ৪ ওভারে ৩৮ রান করে দিয়ে একটি করে উইকেট নেন । বেবি মালিঙ্গা খ্যাত মাথিশা পাথিরানা ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন দুই উইকেট। তুষার দেশপান্ডে ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন ।
কিন্তু চেন্নাইয়ের ইনিংস শুরু হতেই ফের বন্ধ হয়ে যায় ম্যাচ । আজ রাত সাড়ে ৯টার পর থেকে আহমেদাবাদের অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। ভোপাল, স্যাটেলাইট, যোধপুর-সহ অনেক এলাকায় প্রবল বাতাস ও বৃষ্টিতে শহরের রাস্তা থেকে জল বয়ে যায় । ফলে আইপিএল ফাইনাল আবার বৃষ্টিতে পন্ড হয়ে গেল । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ প্রবল বাতাসের সঙ্গে কচ্ছে বৃষ্টি হয়েছে ।এছাড়া গান্ধীধাম-আদিপুর, আঞ্জার সহ এলাকায় বৃষ্টি হয়েছে । ভুজ তালুকের গ্রামীণ এলাকা ধনেটি গ্রামে প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।।