গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ জানুয়ারী : পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের আয়োজনে ও কাটোয়া-২ পঞ্চায়েত সমিতি ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তীর দিনে বিবেক চেতনা উৎসব পালন করা হল কাটোয়ায় । এই উপলক্ষে মঙ্গলবার
কাটোয়ার মেঝিয়ারী হাইস্কুল মাঠে নাচ-গান, আবৃত্তি,কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় । এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । পাশাপাশি আয়োজন করা হয় একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের । মেঝিয়ারী ও নন্দীগ্রামের মধ্যে এই খেলাটি হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত, ব্লক যুব কল্যাণ দপ্তরের আধিকারিক নুরুল আমিন মণ্ডল,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার,পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,মন্ত্রী প্রতিনিধি অচিন্ত্য মন্ডল,ব্লক যুব কল্যাণ দপ্তরের কর্মচারী দেবব্রত মজুমদার,রাজু সাহা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় ।।