এইদিন ওয়েবডেস্ক,আগরা,২২ সেপ্টেম্বর : চিকিৎসক যে ভগবানের আর এক রূপ তা প্রমান করে দিলেন এক মহিলা চিকিৎসক । আসলে ভূমিষ্ঠ হওয়ার পরেই নিস্তেজ হয়ে পড়েছিল এক শিশুকন্যা । অক্সিজেনও নিতে পারছিল না ওই শিশুটি । শিশুর পরিবার সব আশা ছেড়ে দিয়েছিল । কিন্তু আশা ছাড়েননি শিশুরোগ বিশেষজ্ঞ ডঃ সুলেখা চৌধুরী নামে ওই চিকিৎসক । শেষে কোনো যন্ত্রপাতি ছাড়াই শুধুমাত্র ‘মাউথ টু মাউথ রেসপিরেশন’ নিয়ে শিশুটির নিথর শরীরে প্রাণের সঞ্চার করলেন ওই চিকিৎসক।
এক সদ্যজাত শিশুর এভাবে প্রাণ ফিরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেছে নিস্তেজ হয়ে যাওয়া সদ্যজাত শিশুটির মুখে মুখ রেখে টানা শ্বাস দিয়ে যাচ্ছেন ডঃ সুলেখা চৌধুরী । কখনো শিশুটিকে উলটে ধরে ক্রমাগত পিঠ চাপড়ে যাচ্ছেন তিনি । শেষে শিশুটি চোখ মেলে চাইলে সকলে খুশিতে হেঁসে ওঠেন ।
জানা গেছে,ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার ইদমাদপুর এলাকার একটি হাসপাতালের । চলতি বছর মার্চ মাসে হাসপাতালে জন্ম নিয়েছিল শিশুটি । কিন্তু জন্মের অব্যবহিত পরেই শিশুটি নিস্তেজ হয়ে যায় । শিশুটির প্রাণ ফিরিয়ে দেওয়ার একটি ভিডিও টুইটারে শেয়ার করে উত্তরপ্রদেশের পুলিশ অফিসার শচীন কৌশিক লিখেছেন,’ডাঃ সুলেখা চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ, সিএইচসি, আগ্রা । কন্যা সন্তানের জন্ম হলেও শরীরে কোনো নড়াচড়া ছিল না । শিশুটিকে প্রথমে অক্সিজেন সাপোর্ট দেওয়া হলেও তাতে লাভ হয়নি । তারপর প্রায় ৭ মিনিট ধরে ‘মাউথ টু মাউথ রেসপিরেশন’ দেওয়া হয় । শেষে শিশুটি শ্বাস নেয় ।’ এদিকে শিশুটি নাড়াচাড়া করতেই চিকিৎসক খুশিতে হাসতে শুরু করেন । শিশুটিকে তিনি আদর করেন । সেখানে উপস্থিত অন্যান্যরাও আনন্দে হাসতে থাকেন । শিশুর পরিবারের লোকজন চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ ।।