শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৬ আগস্ট : নদীর এক প্রান্তে জমিজমা । অন্য প্রান্তে বসবাস । চাষের কাজে সাঁতার কেটে নদী পেরিয়ে মাঠে যেতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গেলেন এক কৃষক । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ভোজপুর গ্রামে । নিখোঁজ কৃষকের নাম শাহাদুত মোল্লা(৪২) । খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা গিয়ে বোটে চড়ে নদীতে তল্লাশি চালাতে শুরু করেছে । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের অন্তর্গত ভোজপুর গ্রাম । গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে খড়ি নদী । সারা বছর নদীতে সাধারনত জল থাকে না । কিন্তু বর্ষায় ভয়ঙ্কর রুপ ধরে খড়ি । এদিকে নদীর দু’প্রান্তেই রয়েছে ভোজপুর গ্রামবাসীদের জমিজমা । বর্ষার সময় কৃষকরা সাধারনত সাঁতরে নদী পারাপার করেন । স্থানীয় সুত্রে জানা গেছে, খড়ি নদীর অন্য প্রান্তে কিছু জমিজমা রয়েছে শাহাদুত মোল্লা নামে ওই কৃষকের । কয়েকদিন ধরে ওই জমিগুলিতে ধান রোয়ানোর কাজ চলছিল । সাঁতরেই নদী পারাপার করতেন শাহাদুত । এদিন সকালে যথারীতি তিনি জমিতে চাষের কাজে যাওয়ার জন্য সাঁতার কেটে নদী পারাপার করছিলেন । সেই সময় তিনি আচমকা স্রোতের টানে তলিয়ে যান ।
জানা গেছে,ঘটনার সময় আরও কয়েকজন কৃষক ও জনমজুর আশেপাশে ছিলেন । বিষয়টি নজরে পড়লে তাঁদের মধ্যে কয়েকজন সঙ্গে সঙ্গে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন । কিন্তু ওই কৃষকের কোনও সন্ধান পাওয়া যায়নি । খবর পেয়ে শতাধিক লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হয়ে যায় । আসেন কালনার এসডিও, মন্তেশ্বরের বিডিও ও মন্তেশ্বর থানার ওসিসহ পুলিশবাহিনী । তারপর দুপুর নাগাদ কালনা থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা এসে তল্লাশি অভিযান শুরু করে । তবে এদিন দুপুর ৩ টে পর্যন্ত ওই কৃষকের কোনও সন্ধান পাওয়া যায়নি ।।
দেখুন ভিডিও :