দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে মৃত বৃদ্ধের চক্ষুদান করল পরিবার । বুধবার নদিয়া জেলার শান্তিপুরের একটি সংস্থার লোকজন এসে বৃদ্ধের কর্নিয়া দুটি সংগ্রহ করে নিয়ে যায় । হাসপাতালের সুপার ডাঃ সৌভিক আলম নিহত বৃদ্ধের পরিবারের ভূয়সী প্রশংসা করেছেন । তিনি বলেন,’কাটোয়ার এই পরিবারটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন । এই প্রকার উদ্যোগ নিলে অনেক অন্ধ মানুষ পৃথিবীর আলো দেখতে পাবেন ।’ পাশাপাশি তিনি জানান, কাটোয়া হাসপাতালে মৃত্যু হওয়া কোনও রোগীর থেকে সম্ভবত এই প্রথম কর্নিয়া সংগ্রহ করা হল ।
জানা গেছে,নিহত বৃদ্ধের নাম গোরাচাঁদ দে (৭০) । কাটোয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের কুমোর পাড়ার বাসিন্দা পেশায় দর্জি গোরাচাঁদবাবু বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন । মহালয়ার আগের দিন অসুস্থ অবস্থায় তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন । অবস্থার অবনতি হলে হাসপাতালের এইচডিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু বুধবার সকালের দিকে তাঁর মৃত্যু হয় । মৃতের ছেলে সুদীপ দে বলেন,’বাবা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন । আমরা চেয়েছিলাম এই পৃথিবীতে বাবার অস্তিত্ব টিকে থাকুক । তাই পরিবারের সকলে মিলে বাবার চোখ দানের সিদ্ধান্ত নিয়েছিলাম ।’
জানা গেছে,চক্ষুদানের জন্য প্রথমে কাটোয়ায় রেডক্রসের সঙ্গে যোগাযোগ কর নিহতের পরিবার । কিন্তু কাটোয়ায় রেডক্রসে মরণোত্তর চক্ষু সংগ্রহের ব্যবস্থা না থাকায় শেষে নদিয়ার শান্তিপুরের ওই সংস্থাকে তাঁরা বিষয়টি জানান । এরপর বুধবার সংস্থার লোকজন এসে বৃদ্ধের কর্নিয়া দুটি সংগ্রহ করে নিয়ে যায় । কাটোয়ার কুমোর পাড়ার দে পরিবারের এই প্রকার মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ সকলে ।।