এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ আগস্ট : স্বামী সেনাবাহিনীর জওয়ান । কর্মসুত্রে ভিন রাজ্যে থাকেন । বাড়িতে দুই শিশুসন্তানকে নিয়ে থাকেন স্ত্রী । দিন তিনেকে আগে সন্তানদের নিয়ে এক আত্মীয়ের শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন । বাড়ি ছিল তালাবন্ধ । সেই সুযোগে বাড়ির একাধিক তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লী এলাকায় । শুক্রবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন তাপসী ঘোষ নামে ওই গৃহবধু । তিনি জানান, নগদ টাকা, সোনার গহনাসহ ১৫ লক্ষাধিক টাকার সামগ্রী খোওয়া গেছে । সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তাপসীদেবী । দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতার করে খোওয়া যাওয়া সামগ্রী উদ্ধার করার দাবি জানিয়েছেন ওই গৃহবধু । এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে ভাতার থানার পুলিশ । তবে পুলিশ এখনও পর্যন্ত চুরির কোনও কিনারা করতে পারেনি ।
জানা গেছে,তাপসী ঘোষের বাপের বাড়ি ভাতার থানার নর্জা গ্রামে । কিছুটা দুরে এরুয়ার গ্রামে তাঁর বাপের বাড়ি । তাঁর স্বামী সেনাবাহিনীতে কর্মরত । তাঁদের ৭ ও ৪ বছরের দুই শিশুসন্তান রয়েছে । ভাতার বাজারের রামকৃষ্ণ পল্লী এলাকায় জায়গা কিনে বাড়ি করেছেন স্নেহাংশুবাবু । বেশ কয়েক বছর ধরে তাঁরা সেখানেই বসবাস করছেন ।
জানা গেছে,স্নেহাংশু ঘোষকে বর্তমানে অরুনাচল প্রদেশে ভারত-চীন সিমান্তে মোতায়েন করা হয়েছে। দুই শিশুসন্তানকে নিয়ে বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী তাপসী ঘোষ । তাপসীদেবী বলেন, ‘আমার শ্বশুরবাডির এক আত্মীয় মারা গেছেন । তাই দিন তিনেক আগে দুই সন্তানকে নিয়ে সেখানে গিয়েছিলাম । এদিন সকালে এক প্রতিবেশী আমায় ফোনে জানান আমাদের বাড়ির কলাপসিবল গেটের তালা ভাঙা অবস্থায় রয়েছে । খবর পেয়েই আমার দাদার সঙ্গে ভাতারে চলে আসি । বাড়িতে এসে দেখি কলাপসিবল গেটের পাশাপাশি পিছনের গেটেরও তালা ভাঙা অবস্থায় রয়েছে । সেই সঙ্গে দুটি ঘরের তালাও ভাঙা । ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড । দেখি আলমারির তালা ভেঙে গহনা, নগদ টাকা,দামি দামি শাড়ি বের করে নিয়েছে ।’ তিনি জানান ২০-২৫ ভরি সোনার গহনা,২৫-৩০ হাজার টাকা,বিয়েতে পাওয়া ২০ থেকে ২৫ হাজার টাকা দামের ১০-১২ টি শাড়ির পাশাপাশি বাড়িতে যত কাঁসা পিতলের বাসনপত্র ছিল সব চুরি হয়ে গেছে । সব মিলিয়ে ১৫ লক্ষের অধিক টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানান তাপসীদেবী ।
এদিকে এই দুঃসাহসিক চুরির ঘটনার কথা চাওড় হতে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,ইতিপূর্বে ভাতার বাজার এলাকায় একাধিক বাড়িতে এইভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । অথচ অধিকাংশ চুরির এযাবৎ কিনারা করতে পারেনি পুলিশ । এনিয়ে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা ।।