প্রাতিষ্ঠানিক দুর্নীতি,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজ্য একের পর এক ধর্ষণ খুনের ঘটনা, সাম্প্রতিক সময়ে পূজা মন্ডপে হামলা প্রভৃতি একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস চাপে আছে । তার বিরুদ্ধে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে ভোটার বানানোর অভিযোগ উঠছে । বর্তমানে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী ও ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে । যাতে সব থেকে বেশি চাপে পড়ে গেছেন তৃণমূল সুপ্রিমো । কারন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় এরাজ্যে অন্তত ১.২৫ কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান ভোটার আছে । নির্বাচন কমিশন তাদের নাম বাদ দিলে দু কোটি ভোটও তৃণমূল পাবেনা,ফলে ২০২৬ শের বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির ক্ষমতা থেকে যাওয়া নিশ্চিত বলে তিনি মনে করছেন ।
তবে শুভেন্দু অধিকারীর কথাটা রাজনৈতিক হলেও একই সুর মমতা ব্যানার্জির সরকারের পতন নিশ্চিত বলে ভবিষ্যৎবাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রী । জুলাই মাসের প্রথম দিকে তারা এই ভবিষ্যৎবাণীর ভিডিও বক্তব্যটি ইউটিউব চ্যানেল এসটিকে পডকাস্টে পোস্ট করা হয়েছে । যেটি নিজের ফেসবুক পেজ “অ্যাস্ট্রো ম্যানিয়”তে পোস্ট করেছেন তিনি । ভারতের শীর্ষ স্থানীয় অ্যাস্ট্রোলজি ইন্সিটিটিউট ভারতীয় বিদ্যাভবন থেকে স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষী অঙ্কিত অগ্নিহোত্রীর ফেসবুক পেজে ৫৩ হাজার ফলোয়ার্স রয়েছে ।
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভার ভোটের ভবিষ্যৎবাণী করে তিনি বলেছেন,’মমতা সরকারের পতন নিশ্চিত, ১০০% বিজেপি ক্ষমতায় আসবে, বাংলায় স্বর্ণযুগের সূচনা হবে ।’ তিনি বলেছেন,’মমতা ব্যানার্জির সরকারের পুনরাবৃত্তি হবে না । বাংলায় বিজেপি সরকার আসবে । মমতা মমতা ব্যানার্জি কুন্ডলী দেখে আমি বলছি, উনি ওনার শেষ নির্বাচন লড়ছেন । বাংলায় মমতা ব্যানার্জি সরকারের পুনরাবৃত্তি হবে না । বিজেপি ক্ষমতায় আসবে ।’ আরও একবার তিনি জোড় গলায় বলেন,’মমতা ব্যানার্জির ক্ষমতা পুনরাবৃত্তি হবে না । এটা ওনার শেষ নির্বাচন । তারপর রাজ্য অথবা কেন্দ্রের রাজনীতিতে মমতা ব্যানার্জির সক্রিয়তা দেখতে পাওয়া যাবে না । মমতা ব্যানার্জির কুন্ডলি অনুযায়ী আগামী সময়ে ওনার বুধের মহাদশা শুরু হবে । তিনি বলেন,’মমতা ব্যানার্জি বিগত ১৯ বছর কেন্দ্র এবং রাজ্য মিলে ক্ষমতার অলিন্দে ছিলেন । ওই সময়কালে তিনি সুখের দিন কাটিয়েছেন । কিন্তু প্রতিটি ব্যক্তিরই একটি নির্দিষ্ট সময়কাল থাকে । আর সময়ের নিজস্ব পরিকল্পনা থাকে । সময়ের সাথে সাথে সেই পরিকল্পনা প্রকাশ্যে আসে ।’
বিহারে নিতিশ কুমার যুগের অবসান
পাশাপাশি তিনি বিহার বিধানসভা ভোটের ফলাফল নিয়েও চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছেন । অঙ্কিত অগ্নিহোত্রী৷ তিনি জানান যে বিহারে নিতিশ কুমারের সরকারের পতন হবে এবং তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল । অঙ্কিত অগ্নিহোত্রী বলেন, ‘তেজস্বী যাদবের রাজযোগ এবং রাজরোগ দুটো এক সঙ্গে চলছে । তার দল ভালো ফলাফল করবে । এবং তেজস্বীর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রবল৷ তার সঙ্গে ওর জেল যাত্রারও যোগ রয়েছে৷ তেজস্বী যাদবের রাহু যোগ রয়েছে বলে তিনি জানান ।
২০২৭ সালের জুলাই এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবসর
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর অবসর নিয়েও চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছেন অঙ্কিত অগ্নিহোত্রী । এই বিষয়ে তিনি বলেন,’২০২৭ সালের জুলাই এর আগে নরেন্দ্র মোদী অবসর নেবেন৷ তার আগে বেলুচিস্তান স্বাধীনতা, সঙ্গে নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যপদ এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করার কাজ করে যাবেন ।’ তবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘তার আগে নরেন্দ্র মোদীকে সরানো অসম্ভব৷ তবে যে মোদীর বিরুদ্ধে রাজ্য এবং জাতীয় স্তরে বহু চক্রান্ত হবে৷ কিন্তু সমস্ত চক্রান্তকে তিনি প্রতিহত করবেন ।’ তিনি এটাও জানিয়েছেন যে ওই সময়কালে ভারত বৃষভ কুণ্ডলীর মধ্য দিয়ে যাবে এবং বহু কিছু উথাল পাথাল হওয়ার সম্ভাবনা রয়েছে । এমনকি তিনি বলেছেন,পাকিস্তান এমন কিছু আচরণ করবে যাতে ভারতকে ফের যুদ্ধের মুখোমুখি হতে হবে । তবে তিনি এটা জানিয়েছেন বিজেপির সরকারের পতন হবে না, বরঞ্চ নেতৃত্বের পরিবর্তন হবে৷
দিল্লিতে রেখা গুপ্তার অপসারণ
তিনি বলেছেন যে রেখা গুপ্তা পাঁচ বছর সময়কাল কাটাতে পারবেন না৷ তিনি যে সময় শপথ নিয়েছিলেন তার কুণ্ডলী অনুযায়ী পরবর্তী দিল্লি নির্বাচনের আগে রেখা গুপ্তার অপসারণ নিশ্চিত । তার পরিবর্তে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে বলে তিনি জানান ।
অঙ্কিত অগ্নিহোত্রীর উল্লেখযোগ্য কিছু ভবিষ্যৎবাণী
★আগামী দিনের ব্রিটেনে ইশা এবং মুসার লড়াই হবে । সংখ্যালঘু হয়ে যাবে ব্রিটিশ নাগরিকরা ।
★ ডোনাল্ড ট্রাম্পের নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে
★ এমকে স্টালিন দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন
★ সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বাংলাদেশে ভারতীয় সেনা ঢুকবে এবং মহম্মদ ইউনূসের পতন হবে ।
★ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সে দেশের ক্ষমতার পরিবর্তন করবে ।।