এইদিন ওয়েবডেস্ক,১৪ জুলাই : আকাশগঙ্গা ছায়াপথে পৃথিবীর মত একটি গ্রহে জলের অস্তিত্ব ধরা পড়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব টেলিস্কোপে । বুধবার বিষয়টি নাসার তরফ থেকে জানানো হয়েছে । গ্রহটির নামকরণ করা হয়েছে ডব্লিউএএসপি–৯৬বি । পৃথিবী থেকে এর দূরত্ব ১ হাজার ১৫০ আলোকবর্ষ । উষ্ণ বায়ুমণ্ডলের পৃথিবীসদৃশ ওই গ্রহে (এক্সোপ্লানেট) মেঘ ও কুয়াশা থাকার প্রমাণও মিলেছে । নাসা জানিয়েছে, ডব্লিউএএসপি–৯৬বি তার সূর্যের মতো নক্ষত্রের খুব কাছাকাছি প্রদক্ষিণ করে । একবার প্রদক্ষিণ করতে সময় নেয় সাড়ে তিন দিন ।
উল্লেখ্য,ইউরোপীয় মহাকাশ সংস্থা ও কানাডিয়ান স্পেস এজেন্সির দ্বারা মিলিতভাবে তৈরি করা জেমস ওয়েব টেলিস্কোপটি বিশ্বের শক্তিশালী ও বৃহত্তম টেলিস্কোপ হিসাবে ধরা হয় । নাসার এক বিবৃতিতে বলা হয়েছে, এই টেলিস্কোপ দিয়ে ডব্লিউএএসপি–৯৬বিকে বিস্তারিত পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে । পৃথিবীসদৃশ এই গ্রহটির বায়ুমণ্ডল বিশ্লেষণ করার জন্য এই টেলিস্কোপের অভূতপূর্ব সক্ষমতা লক্ষ করা গেছে । আকাশগঙ্গার ছায়াপথে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি গ্রহ শনাক্ত হয়েছে বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে ।।