এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,০৮ জুলাই : কোভিড-১৯ দ্বিতীয় তরঙ্গ যখন দেশ জুড়ে মারাত্মক আকার ধারন করেছিল সেই সময় উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক জেলায় গঙ্গা নদীতে একের পর এক মৃতদেহ ভেসে আসার খবর পাওয়া গিয়েছিল । পশ্চিমবঙ্গের মালদা জেলাতেও গঙ্গা থেকে উদ্ধার হয়েছিল একাধিক মৃতদেহ । তিন রাজ্যের স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছিলেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরেই ওই সমস্ত দেহগুলি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে । তারপরেই নড়েচড়ে বসে বসে প্রশাসন । শেষে উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জেলা থেকে গঙ্গার জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় । কিন্তু সরকারিভাবে গবেষণায় কোভিড-১৯ এর কোনও অস্তিত্বই পাওয়া যায়নি বলে সুত্র মারফত জানা গেছে ।
জলশক্তি মন্ত্রকের অধীনে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার দ্বারা পরিচালিত বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (সিএসআইআর),লখনউয়ের ইন্ডিয়ান টক্সিকোলজি গবেষণা ইনস্টিটিউট (আইআইটিআর), কেন্দ্র ও রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের যৌথ উদ্যোগে এই গবেষণাটি করা হয়েছিল।
জানা গেছে, দুটি পর্যায়ে গবেষণাটি হয় । উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জেলা কন্নৌজ, উন্নাও, কানপুর, হামিরপুর, এলাহাবাদ, বারাণসী, বালিয়া, বক্সার, গাজীপুর, পাটনা ও ছাপড়া থেকে গঙ্গা জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল । সংগৃহীত নমুনাগুলির কোনওটিতেই SARS-CoV-2 এর কোনও সন্ধান পাওয়া যায়নি । ভাইরাস সংক্রান্ত অধ্যয়নের সময় জলের নমুনাগুলি থেকে ভাইরাসটির আরএনএ বের করা হয়েছিল । যাতে জলাশয়ে ভাইরাল লোড নির্ধারণের জন্য আরটি-পিসিআর পরীক্ষা করা যায় ।।