এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ নভেম্বর : মালদহে বেহাল রাস্তার কারনে রোগিনীর মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খোঁচা দিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘সমগ্র রাজ্যটাকেই তো খাটিয়াতে তুলে দিয়েছেন’ । প্রসঙ্গত, মালদা জেলার বামনগোলা ব্লকের গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের মালডাঙ্গা গ্রামের জনৈক গৃহবধূ মামণি রায় (২৫) গত বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে ভুগছিলেন । কিন্তু বেহাল রাস্তার কারনে গ্রামে কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি না ঢোকেনি । সেই কারনে বাধ্য হয়ে মামণিদেবীর স্বামী কার্তিক রায় ও আরও একজন মিলে একটা বাঁশে খাটিয়া বাঁধার পর সেই খাটিয়াতে শুইয়ে মামণিদেবীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন । কিন্তু ১০ কিলোমিটার দূরে বামনগোলা গ্রামীণ হাসপাতালের নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই বধূর।
এই ঘটনায় মমতা ব্যানার্জি ও তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন,’ভাইপো ( Abhishek Banerjee ) বছরে দুবার আমেরিকা যায় চিকিৎসা করাতে, কখনও দুবাই যায়… আর পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এর স্থান হয় খাটিয়ায়। এ দৃশ্য দেখে শিউরে উঠলাম। মালদার বামনগোলায় এম্বুল্যান্স না পাওয়ায় খাটিয়া করে রোগী কে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে বাড়ির লোক। কিন্তু শেষ রক্ষা হয়নি। মানুষ সব দেখছে Mamata Banerjee। এই ভাবে আর কতদিন? সমগ্র রাজ্যটাকেই তো খাটিয়াতে তুলে দিয়েছেন… ধিক্কার ।’ পাশাপাশি তিনি রোগিনীকে খাটিয়ায় শুইয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার মুহুর্তের ভিডিও শেয়ার করেছেন ।
প্রসঙ্গত,মালডাঙ্গা গ্রাম থেকে বামনগোলা গ্রামীণ হাসপাতালের দূরত্ব ১০ কিলোমিটার । তার মধ্যে মালডাঙ্গা গ্রাম থেকে রাজ্য সড়ক পর্যন্ত পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা রয়েছে । যেকারণে মালডাঙ্গা ছাড়াও আশপাশের সায়েস্তাবাদ, নপাড়া, হাড়িভাঙ্গা, আইগমতারা সহ বেশকিছু গ্রামের মানুষকে তীব্র নাকাল হতে হয় । এদিকে মালডাঙ্গা গ্রামের ওই বধূর মৃত্যুর পর রাস্তা সংস্কারের দাবিতে শনিবার সকাল থেকে নালাগোলা রাজ্য সড়কের কলোনি এলাকায় পথ অবরোধ শুরু করে ক্ষিপ্ত জনতা । শেষ পর্যন্ত টনক নড়ে প্রশাসনের । স্থানীয় বিডিও ও আইসি আগামী ৩ মাসের মধ্যেই রাস্তা তৈরির লিখিত প্রতিশ্রুতি দিলে তবেই অবরোধ তোলা হয় বলে জানা গেছে ।।