এইদিন ওয়েবডেস্ক,ঝাড়খণ্ড,১৯ অক্টোবর : ভারতীয় বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে জনমানসে প্রায়ই ক্ষোভ দেখতে পাওয়া । চলতি মাসে হিন্দু ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারনে ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গাভাইকে । এবারে ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি রাজেশ কুমারকে পড়তে হল বর্ষীয়ান আইনজীবী মহেশ তিওয়ারির ক্ষোভের মুখে ৷ একটি মামলার শুনানি চলাকালীন ওই বিচারপতি আইনজীবী সম্পর্কে অপমানজনক শব্দ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ৷ এরপর আইনজীবী আঙুল উঁচিয়ে বিচারপতিকে বলেন,”বিচারব্যবস্থার জন্য গোটা দেশ জ্বলছে….নিজের সীমার মধ্যে থাকুন৷ খবর্দার অপমান করবেন না ।” এই ঘটনার পর আইনজীবীর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা(ক্রিমিনাল কেস) দায়ের করেছে আদালত । সিজে তর্লোক সিং চৌহানের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ মামলাটি আমলে নিয়েছেন ।
জানা গেছে,ঘটনাটি গত ১১ অক্টোবরের । ঝাড়খণ্ড হাইকোর্টের ২৪ নম্বর আদালতের বিচারপতি রাজেশ কুমারের একক বেঞ্চে একটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে মামলা চলছিল । সেই সময় বিচারপতি রাজেশ কুমার ও আইনজীবী মহেশ তিওয়ারির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় । সেই সময় আইনজীবী বলেন – “সীমার মধ্যে থাকুন৷ খবরদার কোনও আইনজীবীকে অপমান করার চেষ্টা করবেন না… দেশ বিচার ব্যবস্থার জন্য জ্বলছে।” তিনি আরও বলেন, “আপনি বেশি জানেন বলে আজ আপনি বিচারপতি৷ আমি কম জানি তাই আমি উকিল ।” এরপর বিচারপতি মামলার ফাইলটি ছুড়ে ফেলে দেন । বিচারপতি ও আইনজীবীর মধ্যে এই উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে । সাম্প্রতিক সময়ে বিচারপতিদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ মানুষ আইনজীবীকেই সমর্থন করছেন ।।

