প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ অক্টোবর : কেন্দ্রীয় সংস্থার বিচারে ’বেস্ট পুলিশ ইউনিট’ বিভাগে সেরার স্বীকৃতি পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)। কেন্দ্রের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’র (আইপি) কর্তৃক সেরা পুলিশ ইউনিটের’ সম্মান লাভ করেছে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । কেন্দ্রীয় সংস্থার দফতর থেকে ই -মেল করে জেলার পুলিশ সুপার কামনাশিস সেনকে এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়ে জানানো হয়েছে । রবিবার পুলিশ সুপার বলেন,জেলা পুলিশের এই স্বীকৃতি প্রাপ্তি খুবই গর্বের বিষয়।’আইপি’ বিভিন্ন বিভাগে সম্মান জানিয়ে থাকে। ‘বেস্ট পুলিশ ইউনিট’ বিভাগে পূর্ব বর্ধমান জেলা এই সম্মান পেয়েছে ।’
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূলত এনফোর্সমেন্ট শাখার কাজের সাফল্যের বিচারে এই পুরস্কার বা সম্মান দেয় কেন্দ্র সরকার। স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ‘কপিরাইট’, ‘ট্রেড লাইসেন্স ভঙ্গ’-র মতো বেশ কয়েকটি আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কি না তা দেখা হয়।এ ছাড়াও এফআইআর, চার্জশিট, বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বাজেয়াপ্তের মতো বিষয়গুলিও থাকে । ‘আইপি’ পূর্ব বর্ধমান জেলা পুলিশকে এই সম্মান ২০২১ ও ২০২২ সালের জন্যে দিয়েছে। দিল্লির আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ কর্তার হাতে। ডিএসপি (ডিইবি) রাকেশ চৌধুরি বলেন,’ওই সব বিষয়গুলির উপর গত দু’বছরে দেশের মধ্যে পূর্ব বর্ধমানের দক্ষতা বেশি দেখিয়েছে ।’।