দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৬ নভেম্বর : দলে একটি শিশু হাতি রয়েছে । যার বয়স মাত্র ১৪ দিন । শিশু হাতিটি দীর্ঘ পথ হাঁটাচলার ধকল সহ্য করতে পারছে না । একটু এগিয়েই বসে পড়ছে । ফলে থমকে যাচ্ছে গোটা দলটি । এদিকে হাতির দলটির সেভাবে খাবারের অভাব হচ্ছে না । মাঠ ভর্তি পাকা ধান । জঙ্গলে পর্যাপ্ত লতাপাতা । নেই জলের অভাবও । তাই হাতির দল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ছাড়তে চাইছে না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় । প্রথম দিকে দলে ৪৯ টি হাতি আছে বলে জানানো হলেও সেই সংখ্যাটি আদপে ৬৮ বলে বনদপ্তর সুত্রে খবর । এখন কবে তাদের এলাকা ছাড়া করা সম্ভব হবে এই বিষয়ে নিশ্চিত করে জানাতে পারেননি বন আধিকারিকরা ।
প্রায় এক সপ্তাহ হতে চললো হাতির দলটি বাঁকুড়া থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামে আসে । তারপর থেকে দলটিকে ফের বাঁকুড়ায় ফেরত পাঠানোর জন্য দিনরাত টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে বনকর্মীরা । কিন্তু হাতির দলটিকে আউশগ্রাম ছাড়া করা যায়নি । এদিন মঙ্গলবার দেখা গেল হাতির দলটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে । একটি রয়েছে জামতাড়ার জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় । অপর দলটি ঠেক নিয়েছে ভালকি রিসর্টের কাছে ।
জানা গেছে,হাতির দলটিকে সরানোর জন্য এদিন পুরুলিয়া থেকে হুলাপার্টির ১৫ জনের একটি দল আউশগ্রামে আসে । তাঁরা মসাল জ্বেলে হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করে ৷ কিন্তু তাঁরা দলটিকে এক চুলও নড়াতে পারেনি । ইতিমধ্যে হুলাপার্টির নজরে পড়ে একটি হস্তি ও হস্তিনী জুটি সঙ্গমে লিপ্ত হয়েছে । ফলে হাতির রোষে পড়ার আশঙ্কায় পিছিয়ে আসতে হয়েছে হুলাপার্টিকেও । এই পরিস্থিতিতে হাতির দল কবে এলাকা ছাড়া হয় সেই দিকে তাকিয়ে আছেন স্থানীয় গ্রামবাসীরা । বিশেষ করে বর্তমানে হাতি যে জায়গায় অবস্থান করছে তার আশপাশের এলাকার কৃষকরা চরম আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন । কারন হাতির দল যতদিন এলাকায় থাকবে ততই ক্ষতির পরিমান বাড়বে কৃষকদের ।।