এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ মার্চ : শনিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে লোকসভা ভোটের তারিখ । নবনির্বাচিত নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং সুখবীর সিং সান্ধু উপস্থিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । দুজনেই আজ শুক্রবার সকালে দায়িত্ব নিয়েছেন । লোকসভার পাশাপাশি অন্ধ্র, অরুণাচল, সিকিম ও ওড়িশা বিধানসভা নির্বাচনের দিনও ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা ।
ইঙ্গিত দেওয়া হয়েছে যে নির্বাচন প্রক্রিয়া মে মাসে শেষ হবে এবং নতুন সরকার জুনে দায়িত্ব নেবে । ২০১৯ সালের লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হয়েছিল। এবার সারা দেশে ৯৬ কোটি ৮৮ লাখ ভোটার তাদের ভোটাধিকার নিবন্ধন করবেন । এদিকে আসন্ন লোকসভা নির্বাচন ব্যালট পেপারের মাধ্যমে পরিচালনা করার জন্য ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) নির্দেশনা চেয়ে কংগ্রেস সুপ্রিম কোর্টে একটি পিআইএল দাখিল করেছিল । যদিও ওই পিআইএল গ্রহণ করতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে ।।