এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ ডিসেম্বর : আজ সোমবার চুঁচুড়া-মগড়া ব্লক অফিস এসআইআর শুনানি চলাকালীন স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের অবস্থান বিক্ষোভের পরে চুড়ান্ত নাকাল হতে হয় লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকশো সাধারণ মানুষকে । কারন বিধায়কের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ শুনানি বন্ধ থাকে । তৃণমূল বিধায়কের দাবি ছিল, শুনানি কেন্দ্রে রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট বা বিএলএ-দের থাকতে দিতে হবে । এদিকে হুগলির একজন তৃণমূল বিধায়কের দ্বারা এই প্রকার অচলাবস্থা সৃষ্টির ঘটনার পরেই কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন । একটি নির্দেশনামা জারি করে ভোটার তালিকায় নাম যাচাই বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (SIR)-এর শুনানি কেন্দ্রে রাজনৈতিক নেতাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । কমিশনের তরফে রাজ্যের সমস্ত জেলাশাসকদের কাছে আজ এই “কঠোর এবং আপসহীন” (non-negotiable) নির্দেশিকা পাঠিয়েছে কমিশন ।
নির্দেশিকায় বলা হয়েছে,রাজনৈতিক দলের বিএলএ-২ বা কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের শুনানিকেন্দ্রে কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া যাবে না । যদি কোনও আধিকারিক এই নির্দেশ অমান্য করে এদের প্রবেশে সাহায্য করেন বা মদত দেন,তবে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে । শুনানি কেন্দ্রের আশেপাশে কোনো প্রকার আতঙ্কের পরিবেশ বা অবরোধ সৃষ্টি করলে তা নিয়ন্ত্রণে আনতে হবে প্রশাসনকে । এই বিষয়ে জেলাশাসকদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ যে রাজনৈতিক চাপ বা পরিস্থিতি যাই হোক না কেন, এসআইআর-এর কাজে কোনও প্রকার অস্পষ্টতা রাখা যাবে না । কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না । কমিশনের নির্দেশই কার্যকর করতে হবে জেলাশাসকদের।।

