এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ সেপ্টেম্বর : গত সপ্তাহের মঙ্গলবার ৮৬ টি ‘অস্তিত্বহীন’ রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন । এছাড়া ২৫৩ টি দলকে নিষ্ক্রিয় হিসাবে ঘোষণা করা হয়েছে । এবার রাজনৈতিক চাঁদায় স্বচ্ছতা আনতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন । কমিশনের তরফ থেকে কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়ে বেনামী রাজনৈতিক অনুদান ২০,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ।
কুইন্ট ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, নির্বাচন কমিশনের কাছে পেশ করা আয় ও ব্যায়ের প্রতিবেদনে কিছু রাজনৈতিক দল ২০,০০০ টাকার বেশি চাঁদা শূন্য দেখিয়েছে । যখন তাদের অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা এমন বহু চাঁদা ঢুকেছে । অর্থাৎ ওই সমস্ত রাজনৈতিক দলগুলি ইচ্ছাকৃতভাবে ২০,০০০ টাকার ঊর্ধের অনুদান গোপন করে গেছে । সাম্প্রতিক সময়ে কর ফাঁকির অভিযোগে সারাদেশে এমন অনেক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিষয়টি নজরে আসে আয়কর বিভাগের ।
আর সেই কারনে কমিশন রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের সীমা ২০,০০০ টাকা থেকে কমিয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব পাঠিয়েছে । এবার প্রস্তাবটি অনুমোদিত হলে এবার থেকে ২,০০০ টাকার উর্ধে সমস্ত অনুদান কমিশনের কাছে জমা দেওয়া চাঁদার প্রতিবেদনের উল্লেখ করতে হবে । এছাড়া নির্বাচন কমিশন নির্বাচনী অনুদানে কালো টাকার আগমন নির্মূল করতে নগদ অনুদান ২০ শতাংশ বা সর্বোচ্চ ২০ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ করার প্রস্তাবও পাঠিয়েছে । পাশাপাশি নির্বাচন কমিশনের প্রস্তাবিত নির্বাচনী সংস্কারের মধ্যে রাজনৈতিক দলগুলোর অর্থায়নে স্বচ্ছতার জন্য দলগুলোর তহবিল থেকে বিদেশী তহবিল আলাদা করা প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে ।
এবার এই প্রস্তাব কেন্দ্রীয় আইন মন্ত্রক মঞ্জুর করলে প্রস্তাবিত সংশোধনীগুলি নির্বাচন সংক্রান্ত প্রাপ্তি এবং প্রার্থীর অর্থ প্রদানের জন্য একটি পৃথক অ্যাকাউন্ট বজায় রাখতে এবং নির্বাচনী খরচ হিসাবে কর্তৃপক্ষকে স্বচ্ছভাবে রিপোর্ট করার দিকে পরিচালিত করবে । কমিশন চায় প্রতিটি প্রার্থী নির্বাচনের উদ্দেশ্যে একটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুক, যাতে নির্বাচনী খরচের অংশ হিসাবে সমস্ত খরচ এবং প্রাপ্তি সম্পর্কিত সমস্ত বিবরণ থাকে।।