এইদিন ওয়েবডেস্ক,নতুন দিল্লি,০৩ সেপ্টেম্বর : একদিকে যখন কংগ্রেসের “যুবরাজ” রাহুল গান্ধী কথিত “ভোট চুরি” র অভিযোগ তুলে শোড়গোল পাকানোর চেষ্টা চালাচ্ছেন,পাশাপাশি অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা ও স্ত্রী নামেও দুটি করে ভোটার কার্ড ব্যবহার করার খবর সামনে আসছে । আজ বুধবার বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস নেতা পবন খেরার স্ত্রীরও দুটি সক্রিয় ভোটার আইডি কার্ড রয়েছে এবং দলীয় নেতা রাহুল গান্ধীর উপর তীব্র আক্রমণ করে বলেছে যে তিনি “নিজের দলের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ড” করে পার পেতে পারেন না।
ক্ষমতাসীন বিজেপি খেরা দুটি ভোটার আইডি কার্ড থাকার অভিযোগ করার এবং রাহুল গান্ধী তার দলের ভোট চুরি “রক্ষা এবং গোপন” করার জন্য বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে লম্বাচওড়া ভাষণবাজি করার মাঝে একদিন পরই এই নতুন অভিযোগটি সামনে এল। বিজেপির অভিযোগের বিষয়ে কংগ্রেস, খেরা বা তার স্ত্রী তেলেঙ্গানার দলীয় নেতা কোটা নীলিমা, তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি ।
খেরার নাম জঙ্গপুর এবং নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে তাকে নোটিশ জারি করেছে।।

