এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ : গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন । বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিকদের জানিয়েছেন,ডিসেম্বরের ১ ও ৫ তারিখে দু’ধাপে ভোট হবে । ভোট গননা হবে ৮ ডিসেম্বর । তিনি আরও জানিয়েছেন,এবারে গুজরাটে নতুন ভোটার হয়েছে ৩,২৪,৪২২ জন । মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১,৭৮২টি । অন্তত ৫০ শতাংশ ভোট কেন্দ্রগুলিতে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে । ১২৭৪ টি ভোট কেন্দ্র সম্পূর্ণরূপে মহিলা এবং নিরাপত্তা কর্মীদের দ্বারা পরিচালিত হবে ৷ দু’দফার ভোট গ্রহণের জন্য নোটিফিকেশন হবে যথাক্রমে ৫ ও ১৪ নভেম্বর ।
এদিকে কংগ্রেস নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে । সাংবাদিকরা এনিয়ে সিইসি রাজীব কুমারকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে নির্বাচনের ফলাফলে দেখা গেছে, যারা কমিশনকে নিয়ে প্রশ্ন তোলে তারাই চমকপ্রদ ফলাফল করেছে । নির্বাচন শুরুর আগে অনেক সময় আমরা ইভিএম সংক্রান্ত লম্বা চিঠি পাই । কিন্তু বাস্তবে দেখা গেছে যারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল তারাই জয়লাভ করেছে । অনেক সময় নির্বাচনের আগে নেতিবাচক পরিবেশ তৈরি হয়। অনেক সময় ক্রিকেট ম্যাচে হারের পর দল আম্পায়ারকে দোষারোপ করে, কিন্তু এখানে তৃতীয় আম্পায়ার নেই । এখানকার সবচেয়ে বড় আম্পায়ার হল ফলাফল ।’।