এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৭ জানুয়ারী : নাম বিভ্রাটে এসআইআরের শুনানিতে ডাক পড়েছিল মালদা জেলার মানিকচক ব্লকের নুরপুর নিচু তিওরপাড়ার এলাকার বাসিন্দা এক প্রৌঢ়ের । আজ মঙ্গলবার ছিল শুনানির দিন । তার আগেই হৃদরোগে বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তোলপাড় পড়ে গেছে এলাকায় । মৃত প্রৌঢ়ের নাম শেখ শরিফুল (৫৫) । পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই মারা গেছেন ওই প্রৌঢ় ।
জানা গেছে,সেখ সরিফুলের ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল শুধু শরিফুল বলে । কিন্তু তার দুই ছেলের পিতার স্থানে নামে রয়েছে শেখ শরিফুল বলে । স্বভাবতই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তার দুই ছেলেকে এসআইআর-এর শুনানির নোটিশ দেওয়া হয় দিন পাঁচেক আগে । আজ ছিল শুনানির দিন ।
মৃতের এক আত্মীয়ের কথায়,নোটিশ আসার পর থেকেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা তা নিয়ে আতঙ্কে ছিলেন সরিফুল । তার জেরেই মঙ্গলবার ভোরের দিকে বাড়িতেই হঠাৎ করে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে তিনি দাবি করেছেন ।নামের ছোটখাটো ভুলের জন্য নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগ তার । এদিকে মৃতের ছেলেরা জানিয়েছেন যে শুনানির কাজ শেষ করে মৃতদেহ কবর দেবেন।।

