এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৩ সেপ্টেম্বর : বাংলাদেশের স্কুল ও কলেজের হিন্দু শিক্ষক শিক্ষিকাদের ভয় দেখিয়ে জোর করে পদত্যাগ করতে বাধ্য করছে ইসলামি মৌলবাদীরা ৷ প্রাণ বাঁচাতে ইতিমধ্যেই বহু হিন্দু শিক্ষক শিক্ষিকা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন । কিন্তু এই ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বর্তমান শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ । তিনি এসব কর্মকাণ্ড তাৎক্ষণিকভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন ।
আজ মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক সভায় তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান জোরপূর্বক পদত্যাগ ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।’শিক্ষক বা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ।
তিনি আরও বলেন,’যেকোনো অবৈধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’এসব সমস্যা সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের উপকারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার জন্য উপযোগী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান ওয়াহিদউদ্দিন ।।