এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৪ অক্টোবর : সুকেশ চন্দ্রশেখর পরিচালিত প্রায় ২০০ কোটি টাকার তোলাবাজি-চক্র সংক্রান্ত মামলায় অভিনেত্রী নোরা ফাতেহির জবানবন্দি রেকর্ড করার পর এবার তাঁকে সাক্ষী হিসেবে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বৃহস্পতিবার ইডির দপ্তরে পৌঁছে গেছেন নোরা । নোরা ছাড়াও ইডি তলব করেছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও । তবে জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৫ অক্টোবর ডাকা হয়েছে বলে জানা গেছে ।
প্রায় ২০০ কোটি টাকার অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা এবং তোলাবাজির অভিযোগে বর্তমানে দিল্লির রোহিণী জেলে রয়েছেন ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখর । ইডি সেই সমস্ত লোকদের উপর কড়া নজর রাখছে যারা এই মামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত । তদন্ত যত এগিয়ে যেতে থাকে ততই এই মামলাই বলিউড সেলিব্রিটিদের নাম জড়িয়ে পড়তে শুরু করে । সর্বাগ্রে সামনে আসে ৩৬ বছরের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম । ইতিপূর্বেও জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি । প্রায় পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁর বয়ান প্রিভেনশন অফ মানি লন্ডারিং এক্টের (Prevention of Money Laundering Act) ভিত্তিতে রেকর্ডও করা হয়েছে । ফের একবার জেরার মুখে পড়তে চলেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ ।
তবে ইডি জানায়,তবে জ্যাকলিন ফার্নান্ডেজ অভিযুক্ত নন । ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । সুকেশ চন্দ্রশেখরের কারনে বিদেশে টাকার লেনদেন হয়েছে কিনা এখন সেটাই জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।।
ছবি : সোশ্যাল মিডিয়া ।