গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার ঘোড়ানাশ গ্রামের গোঁসাই বাড়ির রাধাকৃষ্ণের দ্বিতীয়া দোল উৎসব হল মঙ্গলবার । হরিনাম সংকীর্তন সহযোগে পুজো হয় । ছিল অন্নকূটের আয়োজন । ঘোড়ানাশ, মুস্থূলী, আমডাঙ্গা ও একডেলা প্রভৃতি একাধিক গ্রামের মানুষেরা এদিন প্রসাদ গ্রহন করেন।
ঘোড়ানাস গ্রামের গোঁসাই বাড়ির রাধাকৃষ্ণ বিগ্রহটি প্রায় ৫০০ বছরের প্রাচীন বলে জানিয়েছেন পরিবারের লোকজন । প্রতি বছর দোলের সময় ধুমধাম করে উৎসবের আয়োজন করা হয় । এবারেও তার ব্যাতিক্রম হয়নি । সোমবার রাতেই সূচনা হয়েছিল এই উৎসবের ৷
ওইদিন রাতে ঘোড়ানাশ গ্রামের তমালতলায় খড়,কাঠ,বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহ্নি উৎসবের আয়োজন করা হয় । এই বহ্নি উৎসবকে হোলিকাদন বা স্থানীয় ভাষায় ন্যাড়া পোড়ানো বলে । হোলিকা দহন দেখতে প্রচুর মানুষ তমালতলায় ভিড় জমিয়েছিলেন । হোলিকাদহন পর্ব মিটতেই শুরু হয় হরিনাম সংকীর্তন । এদিন দুপুর পর্যন্ত হরিনাম চলে । পাশাপাশি অন্নভোগের আয়োজন করা হয় ।
গোস্বামী পরিবারের জামাতা সুখেন চট্টোপাধ্যায় জানিয়েছেন,উৎসবের দিনগুলোতে সারা দিনে বিগ্রহের চারবার পুজো হয় । সকালে সেবা,দুপুরে পুজো ও অন্নভোগ, সন্ধ্যায় শীতল হয় । আজ দুপুরে অন্নকূটের আয়োজন করা হয়েছে ।।