এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,০৭ সেপ্টেম্বর : কোভিড ভ্যাকসিনের কুপন সংগ্রহের জন্য মানুষের হয়রানি দুর করতে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় শুরু হল ‘দুয়ারে কুপন’ কর্মসূচি । মঙ্গলবার সকাল থেকে দেখা গেল কাটোয়া পুরসভার প্রতিটি ওয়ার্ডের বাড়ি বাড়ি ঘুরে কুপন পৌঁছে দিয়ে আসছেন আশাকর্মীরা । কাটোয়া মহকুমাশাসক জামিল ফতেমা জেবা বলেন, ‘আর ভ্যাকসিনের জন্য কুপন সংগ্রহ করতে গিয়ে সাধারন মানুষকে হয়রানির শিকার হতে হবে না ।’
জানা গেছে, ২০ টি ওয়ার্ড বিশিষ্ট কাটোয়া পুরসভার প্রতিটি ওয়ার্ডে রোজ ৫০ টি করে কুপন বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অর্থাৎ প্রতিদিন এক হাজার জনকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । শহরে ৫ টি ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে । সেখানে দুটি ডোজই পাবেন পুরবাসীরা ৷ বয়সের ভিত্তিতে কুপনের পৃথক দুটি রঙ করা হয়েছে । ১৮ থেকে ৪৪ বছর বয়সের জন্য কুপনের রঙ সাদা ৷ ৪৫ বছরের উর্দ্ধে ব্যক্তিদের জন্য লাল রঙের কুপন করা হয়েছে । এছাড়া ভিড় এড়াতে আলাদা সময়েরও ব্যবস্থা করা হয়েছে। শেষ পর্যন্ত ‘দুয়ারে কুপন’ কর্মসূচি চালু হওয়ায় খুশি শহরবাসী ।।