শ্যামসুন্দর ঘোষ,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৮ অক্টোবর : মহান সাধক মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অধ্যাত্মবাদ ও আদর্শ এবং রাজ্যের মধ্যে সর্ববৃহৎ হিন্দু মন্দির মায়াপুরের ইসকন মন্দিরের আদল, এই দুইয়ের সংমিশ্রণে দূর্গাপূজার থিম করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার আদর্শপল্লী অ্যাথলেটিক ক্লাব । সাদা, নীল ও গেরুয়া কাপড়ের সাথে পূজামণ্ডপটি । মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মন্ডপের মূল চূড়ার দু’পাশে রয়েছে আরও দুটি অপেক্ষাকৃত ছোট চূড়া । মায়াপুর ইসকন মন্দিরের আদলেই রয়েছে একটি গেট । গেটের দু’পাশে রয়েছে হরিনাম সংকীর্তনে মগ্ন হয়ে নৃত্যরত গৌড় নিতাইয়ের ছবি ।
ক্লাব সম্পাদক উজ্জ্বল দাস বলেন,’মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের অধ্যাত্মবাদ ও আদর্শ আমাদের অনুপ্রাণিত করে । কাটোয়াও মহাপ্রভুর পদধুলিতে ধন্য হয়েছিল । সেই কারনে মহাপ্রভুর সঙ্গে কাটোয়ার একটা আত্মিক যোগ আছে । এছাড়া বিশ্বের অন্যতম বৃহৎ হিন্দু মন্দির হল ইসকন মন্দির । ইসকন মন্দির আমাদের গর্ব । তাই মহাপ্রভুর অধ্যাত্মবাদ ও আদর্শের পাশাপাশি ইসকন মন্দিরের আদলে এবারে আমাদের দূর্গাপূজোর থিম করা হয়েছে ।’ তিনি জানান,এবারে বাইরের জেলার শিল্পিদের পূজামণ্ডপ তৈরির বরাত দেওয়া হয়েছিল । এবারের বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা ।
এবারে ৬৮ বছরের পদার্পন করল কাটোয়ার আদর্শপল্লী অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব । প্রতি বছরেই ক্লাবটি বিভিন্ন থিমের পূজো করে । মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমাতেও থাকে বৈচিত্র । এবারেরও প্রতিমাতে বৈচিত্র আনা হয়েছে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক । পাশাপাশি পুজোর দিনগুলিতে বিভিন্ন শিল্পিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি ।।