শেখ মিলন,ভাতাড়,২৪ জানুয়ারী : নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের ট্রান্সফর্মারের খুঁটিতে ধাক্কা দিয়ে উলটে পড়ল পাথরবোঝাই ডাম্পার । অল্পের জন্য রক্ষা পেল ডাম্পারের চালক ও খালাসি । এদিকে ডাম্পারের ধাক্কায় খুঁটিসহ ট্রান্সফরমার উলটে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন হয়ে যায় সমগ্র গ্রাম । রবিবার সকালে ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের নতুনগ্রাম বাস স্ট্যাণ্ডের কাছে বর্ধমান-বোলপুর ২-বি জাতীয় সড়কে ।
জানা গেছে,এদিন সকালে বর্ধমানের মুখে যাচ্ছিল পাথর বোঝাই ওই ডাম্পারটি । নতুনগ্রাম মোড়ের কাছে আসতেই ডাম্পারের স্টিয়ারিং লক হয়ে যায় । রাস্তার পাশেই তিনটি খুঁটির উপর ছিল বিদ্যুতের ট্রান্সফর্মারটি । এরপর ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনটি খুঁটিতে সজোরে ধাক্কা দিলে খুঁটিগুলি ভেঙে ট্রান্সফর্মারটি উলটে পড়ে । বরাত জোরে প্রাণ বাঁচে ডাম্পারের চালক ও খালাসির । তবে ডাম্পার চালক অল্পবিস্তর জখম হয় । স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় ।
এদিকে ট্রান্সফর্মার ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় নতুনগ্রাম ও সংলগ্ন এলাকা । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ ও বিদ্যুৎ কর্মীরা । পুলিশ ডাম্পারের পাথর খালি করার করার পাশাপাশি ডাম্পারটি ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করে । সেই সঙ্গে বিদ্যুৎ কর্মীরা বিদ্যুৎ সংযোগের কাজ শুরু করলে বিকেল নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় বলে জানা গেছে ।।