এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ সেপ্টেম্বর : পূর্ব ঘোষনা মত বুধবার থেকে রাজ্য জুড়ে পরীক্ষামুলকভাবে চালু করা হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প । এদিন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার আলীনগর গ্রামে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয় । উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রমেন মণ্ডল,পূর্ব বর্ধমান জেলার এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরেশনাথ হাজরা, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা,স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্যাম সরেন প্রমুখ । সহযোগিতায় ছিল স্থানীয় আলিনগর ইয়ং কর্নার ক্লাব।
প্রসঙ্গত,বিধানসভা ভোটে তৃণমূলের ইস্তাহারে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । ক্ষমতায় আসার পর তা চালু করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন থেকে এই প্রকল্প পরীক্ষামুলকভাবে চালু করা হল । পূর্ব বর্ধমান জেলার এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরেশ হাজরা বলেন, ‘এদিন পূর্ব বর্ধমান জেলার মোট ২৪৬ জায়গায় ‘দূয়ারে রেশন’ প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হল । তার মধ্যে ভাতার ব্লকের মোট ১৮ জায়গায় এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হয়েছে ।’
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে রাজ্যের ১৫ শতাংশ রেশন দোকানে ‘দুয়ারে রেশন’ পাইলট প্রকল্প হিসেবে শুরু করা হচ্ছে । ধাপে ধাপে তা বাড়ানো হবে । ইতিমধ্যে দপ্তর খাদ্য দফতর থেকে জেলাগুলোতে একাধিক গাইডলাইনও পাঠানো হয়েছে ।।