এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান)০৮ আগস্ট : মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে নিজের মা-বোনকে বেদম মারধর করছিল প্রতিবেশী যুবক । দুই মহিলার আর্ত চিৎকার শুনে বাঁচাতে গিয়েছিলেন পুরসভার এক কর্মী । শুধুমাত্র এই ‘অপরাধ’-এর জন্য পুরসভার ওই কর্মীর উপর চড়াও হয়ে তাঁর বাম দিকের কান কামড়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল ওই মদ্যপ যুবকের বিরুদ্ধে । শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরা পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় । রবিবার রাজা মাজি(৩৮) নামে ওই আহত ব্যক্তি প্রতিবেশী বুলান সরকারের(২৭) বিরুদ্ধে গুসকরা পুলিশ ফাঁড়িতে অভিযোগ রজু করেছেন । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক । তার সন্ধান চালানো হচ্ছে ।
জানা গেছে,রাজা মাজি গুসকরা পুরসভার অস্থায়ী সাফাইকর্মী হিসাবে কর্মরত । পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তাঁর বাড়ি । পাশাপাশি বাড়িতে বসবাস অভিযুক্ত যুবক বুলান সরকারের । বুলানের বাড়িতে রয়েছেন তাঁর বাবা-মা ও বোন । রাজা মাঝি জানান, শনিবার রাতে তিনি পাড়ার ক্লাবে বসে বন্ধুবান্ধবের সঙ্গে তাস খেলছিলেন । সেই সময় বুলানের মা ও বোনের আর্ত চিৎকার শুনতে পান । তিনি ক্লাব থেকে বেড়িয়ে তাঁদের বাড়ির সামনে আসেন । তখন দেখতে পান বুলান মদ্যপ অবস্থায় তাঁর মা ও বোনকে ব্যাপক মারধর করছে ।পাশেই অসহায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন বুলানের বৃদ্ধ বাবা । দেখে খারাপ লাগায় তিনি ছাড়িয়ে দিতে যান ।
রাজা মাজি বলেন, ‘আমি শুধু দুই মহিলাকে এভাবে মারধর করায় প্রতিবাদ করেছিলাম । সেই অপরাধে একটি ধারালো অস্ত্র নিয়ে আমার দিকে তেড়ে আসে বুলান । আমি নিজেকে বাঁচাতে পালিয়ে যাবার চেষ্টা করতেই উলটে পড়ে যাই । আর ঠিক তখনই বুলান আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার বাম দিকের কান কামড়ে ছিঁড়ে দেয় ।’ জানা গেছে,রাজা মাজি চিৎকার করলে আশপাশ থেকে লোকজন ছুটে আসে । এই দেখে পালিয়ে যায় অভিযুক্ত যুবক । এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাজা মাঝিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুসকরা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় । যদিও তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । এদিন এনিয়ে তিনি গুসকরা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এলাকায় বেশ কিছুদিন ধরে মদের ঠেক বসছে । এর ফলে একদিকে যেমন মদের নেশার কারনে দরিদ্র পরিবারগুলি সর্বসান্ত হয়ে যাচ্ছে পাশাপাশি ওই সমস্ত মদ্যপ যুবকদের বাড়িতে অশান্তি লেগেই থাকছে । এনিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করাও হয়েছিল বলে জানান স্থানীয় বাসিন্দা পার্থ হাজরা । পুলিশ জানিয়েছে,বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ।।