আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : শান্তিনিকেতনের আদলে দোল উৎসব পালন করল
পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের একটি বেসরকারী নাচের স্কুল। রবিবার সকাল সাতটায় স্কুলের কচিকাঁচাদের নিয়ে একটি র্যালি বের করে গীত সংগীত শিক্ষায়তন নামে ওই স্কুলটি । স্কুলের ছোট ছোট শিশুকন্যারা লাল পাড়ের হলুদ শাড়ি পড়ে র্যালিতে অংশগ্রহন করে । গোটা ভাতার বাজার পরিক্রমা করে র্যালিটি । তারই মধ্যে ভাতার হাউসিং মাঠ ও রেলস্টেশন চত্বর এই দুই জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । ওই অনুষ্ঠানে কচিকাঁচারা রবীন্দ্র নৃত্য পরিবেশন করে । ভাতার বাজারের ওই নাচের স্কুলের আজকের এই অনুষ্ঠান ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় । সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই দোল উৎসবে মেতে ওঠেন । এদিন রঙের এই উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির একটা নতুন বার্তা দিল গীত সংগীত শিক্ষায়তন নামে ওই বেসরকারি স্কুলটি ।
এদিকে র্যালি চলাকালীন প্রশাসনিক আধিকারিকরা যেমন সহযোগিতা করেছেন তেমনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভাতারের আপামর জনগণ । গীত সংগীত শিক্ষায়তনের শিক্ষিকা অর্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ কেবলমাত্র ছাত্রীদের মধ্যে এই দোল উৎসব সীমাবদ্ধ ছিল না । এখানে সকল অভিভাবক অভিভাবিকারাও উপস্থিত ছিলেন । তাঁরা সকলে মিলে দোল উৎসবে মেতে ওঠেন । অনুষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও আমরা যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি । তার জন্য স্কুলের তরফ থেকে তাঁদের আমি কৃতজ্ঞতা জানাই ।’ গীত সংগীত শিক্ষায়তনের দোল উৎসব এবারে দ্বিতীয় বছরে পা দিল বলে জানিয়েছেন অর্পিতাদেবী ।।