এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ অক্টোবর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ-খুনের ন্যায়বিচারসহ ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর ধর্মতলায় আমরণ অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা ৷ ইতিমধ্যেই তাঁদের মধ্যে অনিকেত মাহাত ও অনুষ্টুপ মুখোপাধ্যায়কে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে চিকিৎসকদের অনশন মঞ্চে এক অশীতিপর বৃদ্ধাকেও সামিল হতে দেখা গেছে ।
একটা কাঠের চৌকির উপর ঘুমন্ত অবস্থায় সাদা শাড়ি পরা ওই বৃদ্ধার পরিচয় দিয়ে কলকাতা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে লেখা হয়েছে,’এই বৃদ্ধা বিগত পাঁচদিন ধরে ধর্মতলার অনশন মঞ্চেই আছেন। তিনদিন অনশনেও ছিলেন। গতকাল বকুনি দিয়ে খাওয়ানো হয়েছে। সারারাত ওই কাঠের চৌকিতেই কাটাচ্ছেন অবলীলায়। ওনার পুরো পরিবার বর্ধমান থেকে এসে অনশন মঞ্চেই রয়ে গেছেন রুজি রুটি সংসার ছেড়ে। ইনি আমাদের সহযোদ্ধা। অনশনকারী নাতি নাত্নীদের পাশে থাকেন। সারাদিন বসে থাকেন। কখনও বা ক্লান্ত হলে একটু এলিয়ে পড়েন। ছোট ছোট নাতি নাত্নীগুলো অধর্মের বিরুদ্ধে এমন কঠিন পরীক্ষা দিচ্ছে আর উনি কি বাড়িতে চুপ করে বসে থাকতে পারেন? মনুষ্যত্ব বড্ড অদ্ভুত জিনিস জানেন। ভিতরে থাকলে তা ঠিক ফুঁড়ে, ফাটিয়ে শরীর দেওয়ালের প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আসবেই…ভালো থেকো ঠাকুমা ।’ পোস্টের সাথে লাল লাভ ইমোজি ব্যবহার করা হয়েছে ।
প্রসঙ্গত,যে ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা অনশন চালিয়ে যাচ্ছেন সেগুলি হল: ১) দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায়বিচার সুনিশ্চিত করা । ২) স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিয়ে স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ । ৩) রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকাল কলেজে অবিলম্বে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা চালু করা । ৪) প্রতিটি মেডিকাল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করা । ৫) রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স দ্রুত গঠন করে প্রয়োজনমাফিক সিসিটিভি, অন কল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করতে হবে। ৬) হাসপাতাল গুলিতে সিভিক ভলেন্টিয়ারের পরিবর্তে পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ । ৭) অবিলম্বে ডাক্তার,নার্স,স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ পূরণ । ৮) প্রতিটি মেডিকাল কলেজে থ্রেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি । ৯) রাজ্যের প্রতিটি মেডিকাল কলেজে অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা । এবং ১০) ডবলুবিএমসি ও ডবলুবি এইচআরবি -এর অভ্যন্তরে যে দুর্নীতি ও বেনিয়মের তদন্তপ্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা । যদিও রাজ্য সরকারের তরফ থেকে এনিয়ে এখনো কোনো হেলদোল নেই বলে অভিযোগ ।।