এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৩ ফেব্রুয়ারী : স্থানীয় একটি ঝর্ণায় জল পান করেছিলেন বছর চল্লিশের এক মহিলা । সেই সময় জলের সঙ্গে একটি জোঁক তার খাদ্যনালীতে চলে যায় । সেখান থেকে জোঁকটি ডেরা বাঁধে মহিলার শ্বাসনালীতে । পরে মহিলার শ্বাসকষ্ট ও ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে ঘটনার দিন ১৫ পরে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হন । প্রথমে ফাইবার-অপটিক ল্যারিঙ্গোস্কোপি করে তার শ্বাসনালীতে জোঁকের উপস্থিতি লক্ষ্য করেন চিকিৎসকরা । শেষ পর্যন্ত অসাধ্য সাধন করে দেখালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের দল । শুক্রবার রাতে অত্যন্ত জটিল অপারেশনের মধ্য দিয়ে চিকিৎসকরা শিলিগুড়ির গরুবাথান এলাকার বাসিন্দা ওই মহিলার শ্বাসনালী থেকে জোঁকটি বের করে তার প্রাণ বাঁচালেন।
জানা গেছে,মহিলার অপারেশনের জন্য চিকিৎসকদের একটি দল গঠন করা হয় । ওই দলে ছিলেন হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো, ডাঃ গৌতম দাস, ডাঃ সৌমেন্দু ভৌমিক, ডাঃ তুহিন শাসমল, ডাঃ আজাহুরুদ্দিন, ডাঃ অজিতভ সরকার এবং ডাঃ সন্দীপ মণ্ডল প্রমুখ ও চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় জোঁকটি ফুসফুসে চলে যাওয়ার ভয় ছিল । সেই কারণে নিম্ন শ্বাসনালীকে রক্ষা করার জন্য জরুরি ট্র্যাকিওস্টমি করা হয় । বর্তমানে রোগী সুস্থ আছে এবং আশ্চর্যের বিষয় হল যে মহিলার শরীর থেকে জোঁক বের করার পরেও সেটি জীবিত ছিল ।
প্রসঙ্গত,এর আগে ২০২২ সালেও একই রকম ঘটনা ঘটেছিল উত্তরবঙ্গে । একইভাবে ঝরনার জল পান করতে গিয়ে এক ব্যক্তির খাদ্যনালীতে জোঁক আটকে গিয়েছিল । তখনও উত্তরবঙ্গেও মেডিকেল কলেজের চিকিৎসকরা সফলভাবে তার খাদ্যনালী থেকে জ্যান্ত জোঁকটিকে থেকে বের করেছিল ।।