এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ মে : মাঠে ঘাস কাটার সময় অসাবধানতা বশত পায়ে কাস্তে গেঁথে গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খাজুরডিহি গ্রামের বাসিন্দা এক কিশোরের । ক্ষতস্থান থেকে প্রবল রক্তক্ষরণ হতে শুরু করে । তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে আনা হয় । শেষ পর্যন্ত আধঘন্টার চেষ্টায় আসিরুদ্দিন শেখ (১০) নামে ওই কিশোরের পায়ে অস্ত্রপচার করে কাস্তে বের করেন চিকিৎসকরা । চিকিৎসকরা জানিয়েছেন,ছেলেটি বর্তমানে বিপদমুক্ত । তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
জানা গেছে,কাটোয়ার খাজুরডিহি গ্রামের বাসিন্দা নাসিরুদ্দিন শেখ ও আলেয়া বিবির তিন ছেলের মধ্যে ছোট আসিরুদ্দিন । সে গ্রামের প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র। নাসিরুদ্দিন পেশায় জনমজুর । পাশাপাশি তিনি বাড়িতে গরু-ছাগল প্রতিপালন করেন । গবাদি পশুদের ঘাস কেটে আনার দায়িত্ব পালন করে মূলত আসিরুদ্দিন ।
জানা গেছে,অনান্য দিনের মত আজ বুধবার যথারীতি সে মাঠে ঘাস কাটতে যায় । জমির আলে বসে সে যখন ঘাস কাটছিল সেই সময় আচমকা তার একটা পা পিছলে যায় । আর তখনই কাস্তের ছুচালো অগ্রভাগ গেঁথে যায় তার হাঁটুর নিচে । সে কাস্তে বের করার চেষ্টাও করে । কিন্তু অনেকটা গেঁথে যাওয়ায় বের করতে পারেনি । যন্ত্রণায় কাতর কিশোর চিৎকার করে উঠলে আশপাশের লোকজন তার কাছে ছুটে আসে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।।