আমিরুল ইসলাম ও শেখ মিলন,ভাতাড়,০৬ ডিসেম্বর ঃ ভাতাড়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস হল্ট হাবের আনুষ্ঠানিকভাবে শিল্যানাস হল । রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুরে বাদশাহী রোডের পাশে এই বাস হল্ট হাবের শিলান্যাস করেন পূর্ব বর্ধমান জেলাশাসক এনাউর রহমান । উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান কর্নেল দীপাংশু চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ- সভাধিপতি দেবু টুডু ,ভাতাড়ের বিধায়ক সুভাষ মন্ডল, ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তপন সরকার সহ জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।
জানা গেছে,ভাতারের মুরাতিপুরে এক একর জমির উপর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাস হল্ট হাব তৈরি হবে । বর্তমানে বাদশাহী রোড দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৮৫ টি বাস চলে । পাশাপাশি বেসরকারি বাস চলে ১৫০টি । বাসের কর্মীসহ যাত্রীদের জন্য এই হাবে উন্নতমানের পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। থাকবে টয়লেট, বাথরুম এর ব্যবস্থা। এছাড়া হোটেল,ফাস্টফুডের দোকান, চিকিৎসা ব্যবস্থা ও অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা থাকবে বলে দপ্তর সুত্রে জানা গেছে । জানুয়ারি মাস থেকে এই হাবের কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান দীপাংশু চৌধুরী। ভাতাড়ে বাস হাব তৈরি হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ।।