এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,১৫ জুলাই : রাজ্য প্রতিষ্ঠা দিবসের আগে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) লাগু করতে চলেছে উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকার । আজ সোমবার দেরাদুনে গ্রাফিক এরা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে চলমান বিজেপি রাজ্য ওয়ার্কিং কমিটির বৈঠকে কাঠুয়ার শহীদদের পাশাপাশি কেদারনাথের বিধায়ক শৈলারানি রাওয়াতকে শ্রদ্ধা জানানো হয়। এই উপলক্ষে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে আগামী ৯ নভেম্বর রাজ্য প্রতিষ্ঠা দিবসের আগে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি আইন কার্যকর করা হবে।
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি ২০১৪ সালের সাধারণ (লোকসভা) নির্বাচনে বিজেপির প্রচারিত প্রতিশ্রুতিগুলোর অন্যতম। বিজেপি ওই বছরের লোকসভা নির্বাচনে বিয়ে, উত্তরাধিকার, বিবাহবিচ্ছেদ এবং দত্তক গ্রহণের মত বিষয়গুলোর ক্ষেত্রে জাতি-ধর্ম নির্বিশেষে একটি অভিন্ন ব্যক্তিগত আইনবিধি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৪৪ থেকে উদ্ভূত। যাতে বলা হয়েছে,রাষ্ট্র ভারতের সমগ্র অঞ্চলজুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন তৈরি করার চেষ্টা করবে।
ইউসিসি লাগুর ঘোষণা ছাড়াও এদিন দিল্লিতে কেদারনাথ মন্দির নির্মাণ নিয়ে বিতর্কের মধ্যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, কেদারনাথ ধাম বারোটি জ্যোতির্লিঙ্গের একটি। এর গুরুত্ব কেউ কমাতে পারবে না। বিজেপি রাজ্য ওয়ার্কিং কমিটির অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় তিনি বলেছিলেন যে কেদারনাথ ধাম দ্বিতীয় স্থানে থাকতে পারে না ।।