আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),২৭ মে : মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের গলসির ভাসাপুলে রাধাশ্যাম এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে ভোজ্য তেল তৈরীর একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে । দাউদাউ করে জ্বলতে থাকে গোটা কারখানা । পুড়ে ছাই হয়ে যায় কারখানার তুঁষের মজুতভাণ্ডারসহ বিভিন্ন যন্ত্রাংশ। আগুন নেভাতে মঙ্গলবার দমকলের চারটি ইঞ্জিন আসে। পরদিন অর্থাৎ বুধবার সকাল থেকে দুটি দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ওইদিন সন্ধা নাগাদ আচমকা কারখানার অন্য দুই প্রান্ত ফের দাউদাউ করে জ্বলতে শুরু করে ।
জানা গেছে,খবর পেয়ে দমকলের আরও একটি ইঞ্জিন আসে। রাতভর প্রচেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নেভাতে পারেননি দমকলকর্মীরা। এরপর বৃহস্পতিবারেও চারটি দমকল ইঞ্জিন সারাদিন প্রচেষ্টা চালান। তবুও হঠা হঠাৎ আগুন জ্বলে উঠছিল কারখানার ভিতরে । ওইদিন সন্ধায় আবারও ভাসাপুল এলাকার আকাশ ধোঁয়ায় ভরে যায়। শেষে দমকলের পাশাপাশি ৩-৪ টি পাম্প মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় । কিন্তু শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে ।
কারখানার সিইও অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘যতক্ষন না সমস্ত রাইস ব্রান অর্থাৎ তুষ পুড়ে ছাই হচ্ছে ততক্ষণ আগুন নিভবে না ।’ তিনি জানান, আগুনের কারনে তাদের মজুত কাঁচা মালসহ বহু দামি দামি মেশিনপত্র পুড়ে গেছে । নষ্ট হয়ে গেছে কারখানার গোটা ছাউনিটি । এছাড়া গোড়াউনের কংক্রিটের দেওয়াল ভেঙে পড়েছে । তিনি বলেন,’ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন না নেভা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় ।’
এদিকে অগ্নিকাণ্ডের জেরে ছুটি দেওয়া হয়েছে কারখানার সমস্ত শ্রমিকদের । কবে থেকে উৎপাদন স্বাভাবিক হবে তা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ । দমকলবাহিনীর অনুমান শর্ট সার্কিটের কারনে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ।।