এইদিন বিনোদন ডেস্ক,১৪ ডিসেম্বর : গোধরা দাঙ্গার শুরু করেছিল মুসলিমরা । সবরমতি এক্সপ্রেস ট্রেনে ৪৭ জন করসেবককে জীবন্ত পুড়িয়ে মারার পর হিন্দুরা পালটা আক্রমণ করলে দাঙ্গা ছড়িয়ে পড়ে । সবরমতি এক্সপ্রেস ট্রেনের হত্যাকাণ্ডের উপর নির্মিত হয়েছে ‘দ্য সবরমতি রিপোর্ট’ চলচিত্র । কিন্তু বামপন্থীরা তোষামোদি রাজনীতির কারনে সেই সত্যকে কখনোই সামনে আসতে দিতে যায় না ! গত ১২ ডিসেম্বর জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ক্যাম্পাসে ‘দ্য সবরমতি রিপোর্ট’-এর স্ক্রিনিংয়ের সময় পাথর ছোড়ার ঘটনা ঘটে। আর পাথরবাজি করে বামপন্থী ছাত্ররা । এ বিষয়ে জেএনইউ-এর এবিভিপি সভাপতি রাজেশ্বর কান্ত দুবে বলেন, এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং ছাত্ররাও আহত হয়েছেন। তিনি জানান, স্ক্রিনিংয়ের সময় পাথর ছোড়া শুরু হয় যার কারণে কিছুক্ষণ স্ক্রিনিং বন্ধ থাকলেও পরে আবার শুরু করা হয়।
এই প্রসঙ্গে এবিভিপি দিল্লি টুইট করেছে,’গোধরার সত্য ২০ বছর আগে তারা স্বীকার করেনি, আজও স্বীকার করছে না। জেএনইউ-এর সবরমতি ধাবায় এবিভিপি- জেএনইউ- এর সবরমতি রিপোর্টের স্ক্রিনিংয়ের সময়, মতপ্রকাশের স্বাধীনতার ঠিকাদাররা ছাত্রদের দিকে পাথর ছুঁড়েছে, স্ক্রীনিং ব্যাহত করেছে এবং পোস্টার ছিঁড়েছে।’ কয়েকটি পাথরের ছবি পোস্ট করে লেখা হয়েছে,’এবিভিপি-জেএনইউ দ্বারা আয়োজিত সবরমতি রিপোর্টের স্ক্রীনিং যখন শান্তিপূর্ণভাবে দেখছিলেন এমন মেয়েরা সহ জেএনইউ ছাত্রদের উপর এত বড় পাথর ছোঁড়া হয়েছিল। এটি বামপন্থীদের দ্বারা প্রচারিত মিথ্যা ও অপপ্রচারকে প্রকাশ না করার জন্য আরেকটি প্রচেষ্টা।’
আসলে সবরমতী রিপোর্ট ছবিটি গোধরার সত্যতা তুলে ধরেছে। এতে, বিক্রান্ত ম্যাসি একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন যিনি জানান যে সবরমতী এক্সপ্রেসে জীবন্ত পুড়িয়ে মারা করা সেবকদের হত্যা কত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল । কংগ্রেস ও বামপন্থীরা মুসলিম হত্যা ও বিলকিস বানো গনধর্ষণের ঘটনাকে বারবার তুলে ধরে কর সেবকদের নারকীয় গনহত্যাকে এতদিন ধামাচাপা দিয়ে রেখে দেয় ।।