এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৪ জুন : ভারতের আপত্তিতে নিজের দেশে এশিয়া কাপের আয়োজন করতে পারেনি পাকিস্তান । ফলে বাধ্য হয়ে হাইব্রিড মডেলে সায় দিতে হয়েছে তাদের । সেই জ্বালা কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । এদিকে ২ বছর পরেই আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর আয়োজন পাকিস্তানেই হওয়ার কথা । কিন্তু ভারত ফের যদি নিরাপত্তার কারন দেখিয়ে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকার করে তাহলে কি হবে ? এই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে পিসিবির কর্তাদের মনে । তাই তারা আগে ভাগেই শুনিয়ে দিয়েছে যে এশিয়া কাপের মত যদি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারত একই অবস্থান নেয় তাহলে এবার তাদের “নিষিদ্ধ” করা হোক ।
এবারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান । কিন্তু ভারতের আপত্তিতে টুর্নামেন্টের ১৩ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচের আয়োজন করা হবে পাকিস্থানে । বাকি ৯ টি ম্যাচ খেলা হবে শ্রীলঙ্কায় । ফলে অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে পাকিস্তানকে । এরপর ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফিতেও যদি একই পরিস্থিতির সৃষ্টি হয়,এই চিন্তায় মরিয়া হয়ে ভারতকে নিষিদ্ধের পাশাপাশি ক্ষতিপূরণ আদায়ের দাবি তুলেছে পিসিবি।
যদিও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য পিসিবি এখনও হোস্টিং চুক্তিতে স্বাক্ষর করেনি । তার আগেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির কাছে পিসিবি আশঙ্কা প্রকাশ করেছে বলে পাকিস্তানি মিডিয়ার খবর । কিন্তু পাকিস্তানের এই অবান্তর দাবিকে আইসিসি যে আদপেই আমল দেবে না তা পিসিবি ভালো করেই বোঝে ।।