এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৩ অক্টোবর : মাস দুয়েক আগে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন দেখেছে বিশ্ব । নাম ছিল “বৈষম্য বিরোধী আন্দোলন” । ছাত্রদের আড়ালে মূলত বাংলাদেশের ইসলামি জঙ্গি সংগঠনগুলি এই আন্দোলন চালায় । ক্ষমতা থেকে উৎখাত করা হয় শেখ হাসিনাকে । এবারে নতুন একটা “বৈষম্য বিরোধী আন্দোলন” শুরু হয়েছে বাংলাদেশে । অবশ্য এই আন্দোলনটা হল চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা ছাত্রছাত্রীদের আন্দোলন । তাদের দাবি যে নম্বরে বৈষম্য চলবে না, সবাইকে সমান নম্বর দিতে । এই দাবিতে আজ বুধবার দুপুরে ঢাকায় সচিবালয়ে প্রচুর ছাত্রছাত্রী ঢুকে পড়ে পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবির নামে তুমুল বিক্ষোভ শুরু করে । তবে ছাত্রছাত্রী নির্বিশেষে বেদম পিটিয়ে তল্লাট ছাড়া করে দেয় বাংলাদেশের সেনাবাহিনী । এই ঘটনায়
অর্ধশতাধিকের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পুলিশের দুটি প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয় । অবশ্য সাধারণ মানুষের কটুক্তিও শুনতে হয় তাদের । কেউ কেউ মন্তব্য করেছেন,’পড়াশোনা করতে খুব কষ্ঠ হয় ?’ সাংবাদিকদের তোলা ভিডিওতে সেই মন্তব্যও রেকর্ড হয়ে গেছে ।
জানা গেছে চলতি বছর বাংলাদেশের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ্যের পর দেখা যায় হাতেগোনা কিছু ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে । বাদবাকি পরীক্ষার্থী হয় ফেল করেছে, নচেৎ কম নম্বর পেয়েছে ৷ এর আগে গত ২০ আগস্ট নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসির ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়ে শত শত ছাত্রছাত্রী । আজ বুধবার বিকেলেও একই ঘটনা ঘটেছে । বেলা ৩টা নাগাদ ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ; ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’ ; ‘আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
এরপর আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীরা জানায় যে আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। সকলকে সমান নম্বর দিতে হবে । নম্বরে বৈষম্য করা চলবে না ।
জানা গেছে,একথা শোনার পর আন্দোলরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে তাড়িয়ে রাস্তায় নিয়ে আসে সেনাবাহিনী । কয়েকজন আহত ছাত্রছাত্রীকে রাস্তায় শুয়েও পড়তে দেখা গেছে । পরে তাদের চ্যাঙদোলা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় ৫৩ জন শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।।