এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ আগস্ট : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের নীচে পড়ে গুরুতর আহত হন । বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা সৌরভ চৌধুরী । পড়াশোনা শেষে সে অবৈধভাবে হস্টেলের ঘর দখল দীর্ঘ কয়েক বছর থাকছিল বলে অভিযোগ । সৌরভ ছাড়াও গ্রেফতার হয়েছে তার ডান হাত হলে পরিচিত দীপশেখর দত্ত (১৯), মনোতোষ ঘোষ (২০) নামে আরও দুই পড়ুয়া । ধৃত দীপশেখরের বাড়ি বাঁকুড়ায়। মনোতোষ হুগলির আরমবাগের বাসিন্দা । দু’জনেই আর্টসের ছাত্র সংগঠন ‘ফোরাম ফর আর্টস স্টুটেন্ডসের’ সক্রিয় সদস্য বলে জানা গেছে । এর মধ্যে মনোতোষের ঘরেই স্বপ্নদীপ থাকতো বলে খবর । ওই তিনজনের বিরুদ্ধে স্বপ্নদীপকে র্যাগিংয়ের অভিযোগ উঠছে । মৃতের মা স্বপ্না কুন্ডু ছেলের মৃত্যুর ঘটনায় জড়িত সৌরভ চৌধুরীর ফাঁসির দাবি জানিয়ে বলেছেন,’আমি কোনও দিন কারও ক্ষতি চাইনি,এই প্রথম চাইছি । সৌরভের ফাঁসি হলে ওর মায়ের কোল খালি হবে ঠিকই তবে আমার বুকের জ্বালা মিটবে ।’
এদিকে স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া ইউজার্সরা বামপন্থীদের তীব্র আক্রমণ শুরু করেছেন । জি ২৪ ঘন্টার ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী লিখেছেন,’যাদবপুরে স্বপ্নদীপরা মরবে। অথচ চুপ থাকতে হবে। মুখ খুললে আঁতেলত্ব ও বৈপ্লবিকতা থেকে চ্যূত হবেন। ভেমুলা থেকে ভেনেজুয়েলা। কলরব মুখরতা। যাদবপুরে স্পিকটি নট। কলরব থমকায় প্রদীপের নিচের আঁধারে।’
সনাতন যোদ্ধা লিখেছেন,’জাবি হোস্টেলে তরুণ স্বপ্নদীপ কুণ্ডুর প্রাণ কেড়ে নিয়েছে বামপন্থী সন্ত্রাস। তার কথিত খুনি সৌরভ চৌধুরীর তৎপরতা তাই ইঙ্গিত করে। খুনি রাহুল পাপ্পু গান্ধী এবং প্রিয়াঙ্কা ভাদ্রারও বিশাল ভক্ত। এই ধরনের সমর্থন নৈমিত্তিক বা নির্দোষ হতে পারে না।’
ঝুনু চৌধুরী নামে এক ইউজার্স লিখেছেন, ‘কমিউনিস্টরা মানবতার জন্য খুব ভয়ংকর ।’ অমিত ভট্টাচার্য লিখেছেন,’হোক প্রতিবাদ । স্বপ্নদ্বীপের মৃত্যুর বিচার চাই….এই যে বামপন্থীরা জানতে চাই স্বপ্নদ্বীপের জন্য একটা ইনসাফ সভা হবে নাকি ?’
ধ্রুবজ্যোতি দাস লিখেছেন,’লুঠতে জানে লুঠেরা বাম, সে টাকা হোক বা অসহায় প্রাণ। স্বপ্নদ্বীপকে ফিরিয়ে দাও খুনি বাম।’অর্পন দত্ত লিখেছেন,’হোক কলরবীর কোথায় আজ ?কোথায় যাদবপুরের তথাকথিত শিক্ষিত মাক্কু-সমাজ ?’
নদীয়া জেলার বাসিন্দা স্বপ্নদীপ কুন্ডুর বাবা রামপ্রসাদ কুন্ডু গাজনা কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মরত, তার মা স্বপ্না কুন্ডু একজন আইসিডি কর্মী এবং তার ছোট ভাই আছে । স্বপ্নদীপ একজন মেধাবী ছাত্র ছিলেন । জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ভাল র্যাঙ্ক করেও বাংলা অনার্স করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি । ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । কিন্তু প্রাক্তনী ও সিনিয়র পড়ুয়াদের র্যাগিংয়ের শিকার হয়ে অকালে প্রাণ হারাতে হল ওই মেধাবী পড়ুয়াকে ।।